রাজশাহীর নারী সংবাদপত্র বিক্রেতা খুকি আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৩, ১১:২৩ পিএম

রাজশাহীর নারী সংবাদপত্র বিক্রেতা খুকি আর নেই

জয়িতা পুরস্কারপ্রাপ্ত রাজশাহীর একমাত্র নারী সংবাদপত্রবিক্রেতা দিল আফরোজ খুকি (৬৩) আর নেই। রাজশাহী নগরীর মহিষবাথান এলাকার মিশনারিজ অব চ্যারিটি আশাদান মাদার তেরেসা আশ্রমে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটের দিকে মারা যান তিনি।

 'হোমসের সিস্টার আধেলিকা আমাকে তাঁর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন', যোগ করেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার শামসুল ইসলাম।

রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ জানান, ‘খুকির পরিবারের সঙ্গে কথা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে তার মরদেহ ধর্মীয় রীতি মেনে দাফনের ব্যবস্থা করা হবে।’

গত বছরের ডিসেম্বরে রাজশাহী লক্ষ্মীপুর এলাকায় খবরের কাগজ বিক্রি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন খুকি। রাস্তা থেকে এক পুলিশ কনস্টেবল তাঁকে হাসপাতালে নিয়ে যান। এরপর থেকে হাসপাতালেই ছিলেন তিনি।

৩০ বছরেরও বেশি সময় ধরে সংবাদপত্রবিক্রেতা হিসেবে কাজ করেছেন খুকি। শিরোইল এলাকায় তাঁর বাড়ির কাছে এজেন্টদের কাছ থেকে খবরের কাগজ সংগ্রহ করে শহরের রাস্তায় পায়ে হেঁটে বিক্রি করতেন। এতে যে সামান্য আয় হতো সেটি তিনি সুবিধাবঞ্চিত নারীদের জন্য ব্যয় করতেন।

২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে খুকির জীবন-সংগ্রামের একটি ভিডিও প্রকাশ পায়। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন খুকির পাশে দাঁড়ায়। একজন সংগ্রামী নারী হিসেবে ২০২০ সালে খুকি জয়িতা পুরস্কার পান।

Link copied!