রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রীর জন্য থাকবে ২০ রকমের মাছ আর অষ্টগ্রামের পনির

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১২:৫৭ এএম

রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রীর জন্য থাকবে ২০ রকমের মাছ আর অষ্টগ্রামের পনির

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে কাল ২৪ ফেব্রুয়ারি সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে তাঁর মধ্যাহ্নভোজের দাওয়াত। দাওয়াতে প্রধানমন্ত্রীর জন্য খাবার তালিকায় থাকবে হাওরের প্রায় ২০ রকমের মাছ ও অষ্টগ্রামের পনির।

প্রধানমন্ত্রী মিঠামইন সফরকে কেন্দ্র করে এখন পুরো হাওর এলাকার মানুষের মাঝেই বিরাজ করছে উচ্ছ্বাস ও উৎসাহ। মঙ্গলবার দিনব্যাপী এই সফরের শুরুতে প্রধানমন্ত্রী সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করবেন। পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে মধ্যাহ্ন ভোজ ও বিশ্রাম নেবেন তিনি। মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রীর জন্য খাবার তালিকায় থাকবে হাওরের প্রায় ২০ রকমের মাছ ও অষ্টগ্রামের পনির।

বিকেল ৩টায় স্থানীয় হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছেলে ও কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

১৯৯৮ সালের ৩ অক্টোবর হাওর উপজেলা মিঠামইন এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয়রা বলছেন, প্রধানমন্ত্রীর কাজে হাওরের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগের আমলে হাওরের মানুষ সুখে আছে। তাদের আর কিছু চাওয়ার নেই। উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার জন্য জনসভার আয়োজন করা হয়েছে। জনসভাকে জনসমুদ্রে রূপ দেওয়ার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের নিজ বাড়িতে প্রধানমন্ত্রীকে বরণ করতে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিজে। এরপর জনসভায় যোগদান করবেন প্রধানমন্ত্রী।

Link copied!