রোহিঙ্গা সংকট ঝুলে থাকার কারণ জানালেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৫, ২০২১, ০২:২৬ এএম

রোহিঙ্গা সংকট ঝুলে থাকার কারণ জানালেন পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখো রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া ঝুলে থাকার পেছনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রের আন্তরিকতার অভাব রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  

রবিবার(২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ‘জাতিসংঘ দিবস-২০২১’ উপলক্ষে বেসরকারি সংগঠন ঢাকাবাসী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আয়োজন সংগঠনের সভাপতি শুকুর সালেকের সভাপতিত্বে অন্যদের মধ্যে  বক্তব্য রাখেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।  

বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলা করছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্রের জন্য রোহিঙ্গা সংকট ঝুলে আছে। বিশেষ করে চীন ও রাশিয়ার কথা বলতে চাই। তবুও আমরা প্রত্যাশা করছি এ সংকটের সমাধান হবে।”

রোহিঙ্গা সংকটের সমাধান প্রত্যাশা করে ড. এ কে আব্দুল মোমেন বলেন, “আমরা আশা করি, আগামীতে যারা রোহিঙ্গা ইস্যুকে ঝুলিয়ে রেখেছে তারা আরও সদয় হবেন। বিশেষ করে রাশিয়া ও চীন। তারা সদয় হলে অবস্থার পরিবর্তন হবে। আমরা আশাবাদী, আমাদের এ সমস্যা দূর হবে।”

অনুষ্ঠানে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে বিশেষ অতিথি কামরুল ইসলাম এমপি বলেন, ‘হাজার বছর ধরে এ অঞ্চলের হিন্দু-মুসলমানরা সম্প্রীতির সঙ্গে বসবাস করছে। তবে এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের গভীর চক্রান্ত চলছে। এ চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।’ 

Link copied!