লতাজির বাংলা গান বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৭, ২০২২, ০২:৪৪ এএম

লতাজির বাংলা গান বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের বাংলা গান বাংলা সংস্কৃতির ভান্ডারের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের সংগীত জগতের অন্যতম নক্ষত্র ‘ভারত রত্ন’ উপাধি পাওয়া লতা মঙ্গেকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।  

চিঠিতে সরকারপ্রধান ভারতের সরকার ও জনগণের প্রতি তার গভীর সমবেদনা জানিয়েছেন।  ভারতের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশের জনগণ শোক প্রকাশ করছেন বলেও তিনি চিঠিতে উল্লেখ করেন।

চিঠিতে লতা মঙ্গেশকরকে ‘একজন সাংস্কৃতিক আইকন ও কিংবদন্তি’ উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও লিখেন, “লতা মঙ্গেশকর ছিলেন সর্বকালের অন্যতম প্রতিভাবান ও দক্ষ শিল্পী। অসাধারণ, মধুর ও সুরেলা কণ্ঠে তিনি বাংলাসহ বিভিন্ন ভাষায় অংসখ্য গান গেয়েছেন। তার বৈচিত্রময় ও সুরেলা কণ্ঠে গাওয়া এসব কালজয়ী গান আমাদের অঞ্চল ও এর সীমানা পেরিয়ে লাখো মানুষের হৃদয়কে স্পর্শ করেছেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে লতাজির নেওয়া অসামান্য ভূমিকার বিষয়টি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করে শেখ হাসিনা চিঠিতে আরও লিখেন, “ লতাজিসহ ভারতের অন্যান্য শিল্পীরা প্রচারণা চালিয়ে ভারতীয় জনগণকে বাংলাদেশের পক্ষে টানতে বিশেষ অবদান রেখেছিলেন।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতরত্ন লতা মঙ্গেশকরের বিদেহী আত্মার চিরশান্তি কামনায় প্রার্থণা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Link copied!