শবে বরাতে রাজধানীতে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩০, ২০২১, ০৪:০৮ পিএম

শবে বরাতে রাজধানীতে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, নিহত ১

রাজধানীর পুরান ঢাকায় ঝগড়াকে কেন্দ্র কিশোর গ্যাংয়ের দু‘পক্ষের মধ্যে সংঘর্ষে অনন্ত (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সূত্রাপুরের লালকুঠি এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অনন্ত নবম শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে। তার মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।’

পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ‘স্থানীয় মিল ব্যারাক এলাকার দুই কিশোরের নেতৃত্বে একটি গ্রুপ রয়েছে। ওই গ্রুপের দুই কিশোরের সঙ্গে অপর দুই কিশোরের ঝগড়া হয়। এ ঝগড়ার জেরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে মিল ব্যারাক লালকুঠির ঘাটে কিশোর গ্যাংয়ের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটে।’

ওই ঘটনায় অনন্ত নামের এক কিশোরের পেটে ছুরির আঘাত লাগে। এর ফলে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া একই সময়ে ছুরিকাঘাতে আহত দুই কিশোর ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

Link copied!