শেখ রাসেলের জন্মবার্ষিকী: ১১ জেলায় গৃহহীনদের মাঝে গৃহ উপহার

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৮, ২০২১, ০১:০৩ এএম

শেখ রাসেলের জন্মবার্ষিকী: ১১ জেলায় গৃহহীনদের মাঝে গৃহ উপহার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে ১১ জেলায় গৃহহীনদের মাঝে গৃহ উপহার দেওয়া হয়। রবিবার (১৭ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে এক আলোচনা সভায় এ ঘোষণা দেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

সে সময় শেখ ফজলে শামস পরশ বলেন, যারা বঙ্গুবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করেছে তাদের বাংলার মাটিতে ঠাই হবেনা। শেখ রাসেলের জন্মদিনে আমরা একটি সংগঠন, যারা সাংগঠনিকভাবে বিভিন্ন জেলায় গৃহহীনদের মাঝে গৃহ উপহার দিয়েছি। আমরা ১১ জেলায় গিৃহ উপহার দিয়েছি, বাকি জেলা গুলোতেও করবো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম আলম চৌধুরী লিটন। চিফ হুইপ তার বক্তব্যে বলেন, রাসেল বেঁচে থাকলে আজ হয়তো তাকে সাথে এখানেই তার জন্মদিন পালিত হতো। আমি বিশ্বাস করি রাসেল সকলের মধ্যে বেঁচে আছে।

বিশেষ অতিথির বক্তব্যে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, শেখ রাসেলের নামটি অমর। রাসেলকে সারাদেশের সমস্ত শিশুর মধ্যে খুঁজলে কি আমরা রাসেলকে পাবোনা? আমাদের চারপাশে অনেক সুবিধাবঞ্চিত শিশু আছে যাদের পাশে দাঁড়ালেই আমরা শেখ রাসেলকে পাবো।

আলোচনা সভায় যুবলীগের সদস্য হতে চান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি। তিনি বলেন, আওয়ামীলীগের পরে তার সহযোগী সংগঠন যুবলীগই হচ্ছে জনমানুষের সংগঠন। তাই আমাদের প্রত্যেকের যুবলীগে অংশগ্রহণ করা উচিত।

Link copied!