সংগঠনের দায়িত্ব বিকেন্দ্রীকরণে কাজ করবো: ছাত্রলীগ সভাপতি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডিসেম্বর ২২, ২০২২, ০৪:০০ এএম

সংগঠনের দায়িত্ব বিকেন্দ্রীকরণে কাজ করবো: ছাত্রলীগ সভাপতি

ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দায়িত্ব বিকেন্দ্রীকরণের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন সংগঠনটির নতুন সভাপতি সাদ্দাম হোসেন।

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতিতে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। এসসময় তিনি ছাত্রলীগের কমিটি নিয়ে অতীতে পদবাণিজ্য, এলাকাপ্রীতি এবং কেন্দ্রীয় সংসদকে বিচ্ছিন্ন করে রাখার অভিযোগসহ সাংবাদিকদের বিভিন্ন  প্রশ্নের জবাব দেন।

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘একটি অংশীদারিত্বমূলক নেতৃত্ব আমরা চাই। কেন্দ্রীয় নির্বাহী সংসদকে কার্যকর করতে কাজ করবো। দায়িত্বে বিকেন্দ্রীকরণ করলে সংগঠন গতিশীল হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সম্মেলনের মাধ্যমে কমিটি হলে নেতৃত্ব নির্বাচনের ঘাটতি এবং অভিযোগ কমে আসবে উল্লেখ করে  সাদ্দাম হোসেন বলেন, “সামনের দিনগুলোতে আমরা আরও বেশি সতর্ক থাকবো। আরও বেশি যুগোপযোগী, সাংগঠনিক সক্রিয়্তা, বৈচিত্র্য আনার চেষ্টা করবো। পাশাপাশি কেন্দ্রীয় নির্বাহী সংসদকে কার্যকর করতে কাজ করবো।”

এসময় দায়িত্ব বিকেন্দ্রীকরণ করলে সংগঠন গতিশীল হবে এবং কেন্দ্র ও তৃণমূল সুন্দরভাবে গড়ে তোলা যাবে বলেও তিনি মন্তব্য করেন।

‘সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের স্বার্থে দায়িত্ব নিচ্ছি’ উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)সাবেক এই সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন এবং ভিশন বাস্তবায়নের স্বার্থে দায়বদ্ধ থাকবো। দেশ থেকে স্বাধীনতাবিরোধী অপশক্তির মূলোৎপাটনে ছাত্রলীগের ভূমিকা সবসময় দৃঢ় অবস্থানে থাকবে।” ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় আন্তরিক বলেও মন্তব্য করেন ছাত্রলীগ সভাপতি।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ ওয়ালী আসিফ ইনান। ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কমিটির অনুমোদন দেন। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে বেরিয়ে আওয়ামী লীগ সভাপতির পক্ষে এ কমিটির নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়ে গত ৬ ডিসেম্বর। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ওইদিন সকাল সাড়ে ১০টায় সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যথারীতি কাউন্সিলরদের ভোটের পরিবর্তে এবারও তিনি নেতৃত্ব বাছাই করেন। সম্মেলন শেষ হলেও ওইদিন কমিটি ঘোষণা করা হয়নি। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে কমিটির নাম ঘোষণা করেন করেন ওবায়দুল কাদের।

এর আগে, ২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের সম্মেলন হলেও একই বছরের জুলাইয়ে সংগঠনটির সভাপতি পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক পদে গোলাম রাব্বানী ছাত্রলীগের দায়িত্ব পান। তারা পদ হারালে ভারপ্রাপ্ত হিসেবে সভাপতি পদে আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক পদে লেখক ভট্টাচার্য আসেন। ২০২০ সালের ৪ জানুয়ারি এ দুজন ‘ভারমুক্ত’ হন।

Link copied!