সকালে ঘন কুয়াশা, রাজধানীতে বাড়লো শীত

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৯, ২০২৩, ০৬:৫৭ পিএম

সকালে ঘন কুয়াশা, রাজধানীতে বাড়লো শীত

কথায় আছে, মাঘের শীতে বাঘ পালায়। তবে গত কয়েকদিনে শীত কমে যাওয়ায় এই কথাটি হয়তো আমরা ভুলতে বসেছিলাম। কিন্তু না, মাঘ আবার মনে করিয়ে দিল! রাজধানীতে আজ রবিবার সকাল থেকেই চারদিক কুয়াশায় ঢাকা। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এ কুয়াশা কিছুটা কাটতে শুরু করেছে। শুধু কুয়াশা না, সঙ্গে আছে হিমেল হাওয়া। দেশের বিভিন্ন জায়গায়ও শীত বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, রাজধানীতে যে কুয়াশা তা বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে। আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে এই কুয়াশা হচ্ছে।

দিনকয়েক এভাবে তাপমাত্রা কমতে থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল পাবনার ঈশ্বরদীতে। এর আগে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময় তাপমাত্রা কমতে পারে। ফলে শীতের অনুভূতি আবারও কিছুটা বাড়তে পারে।

Link copied!