সার্চ কমিটিতে বিএনপির নাম দেয়ার প্রশ্নই আসে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০৯:২৪ পিএম

সার্চ কমিটিতে বিএনপির নাম দেয়ার প্রশ্নই আসে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিশিরাতের সরকারের বানানো সার্চ কমিটিকে বিএনপি প্রত্যাখ্যান করেছে।সেখানে নাম দেয়ার প্রশ্নই ওঠে না। আসলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করছে।

শুক্রবার তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেবিএনপির প্রতিষ্ঠিত  জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, এ সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নিবে না বিএনপি। আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করে তারা যে ইসি গঠন করবে তাদের অধীনে নির্বাচনে যাবে বিএনপি।   তিনি আরও এ সার্চ কমিটিতে যারা আছে সবাই আওয়ামী লীগের। তাদের দ্বারা যে কমিশন গঠিত হবে তারাও তাই হবে। আরেকটি পাতানো নির্বাচন আয়োজনের জন্য শেখ হাসিনা তা করেছেন।

তাঁতী দলের আহবায়ক আবুল কালাম আজাদসহ নেতা কর্মীরা এ সময়  উপস্থিত ছিলেন।

Link copied!