সিলেটে ফের নদনদীর পানি বাড়ছে, বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

জুন ৮, ২০২২, ০৬:০৪ পিএম

সিলেটে ফের নদনদীর পানি বাড়ছে, বন্যার আশঙ্কা

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের সব কটি নদীর পানি আবারও বেড়েছে। উজান থেকে আসা ঢলে সুরমা নদীর পানি বেড়ে কানাইঘাটে বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে জেলার কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয় বাজারে পানি উঠেছে। পানি বাড়ার কারণে বিভিন্ন স্থানে বাঁধের সংস্কারকাজ ব্যাহত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আরো ১০ দিন বৃষ্টিপাত হতে পারে। এ অবস্থায় আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সুরমার পানি সোমবার বিপত্সীমা অতিক্রম করেছে। গতকাল বিকেলের প্রতিবেদন অনুযায়ী কানাইঘাটে সুরমা নদীর পানি বিপত্সীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে একই দিন ভোর ৬টায় পানি বিপত্সীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি বিপত্সীমার কাছাকাছি চলে এসেছে। এ ছাড়া কুশিয়ারা নদীর জকিগঞ্জের অমলসিদ, বিয়ানীবাজারের শেওলা ও শেরপুর পয়েন্টে পানি বাড়ছে।

এদিকে গত মাসে দ্বিতীয় সপ্তাহে ভয়াবহ বন্যায় আক্রান্ত হয় সিলেট ও সুনামগঞ্জ। প্রায় এক সপ্তাহ স্থায়ী ঐ বন্যায় প্রায় হাজার কোটি টাকার ক্ষতি হয়। সেই বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই এবার আরেক দফা বন্যার আশঙ্কা সংশ্লিষ্ট এলাকার মানুষকে দুশ্চিনায় ফেলে দিয়েছে।

Link copied!