সীতাকুণ্ডে ডিপোতে বিস্ফোরণ: চট্টগ্রামের সকল চিকিৎসকের ছুটি বাতিল

চট্টগ্রাম সংবাদ

জুন ৫, ২০২২, ০৩:২৭ পিএম

সীতাকুণ্ডে ডিপোতে বিস্ফোরণ: চট্টগ্রামের সকল চিকিৎসকের ছুটি বাতিল

চট্টগ্রামের সকল চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। চিকিৎসককে হাসপাতালে যোগ দিতে চট্টগ্রামের জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে নির্দেশ দেয়া হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনার কারণে এমন নির্দেশ দেয়া হয়েছে। এর পাশাপাশি স্থানীয় বেসরকারি হাসপাতালেও দগ্ধদের চিকিৎসা সেবা দিতে বলেছে সিভিল সার্জনের কার্যালয়। শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনারে আগুন লাগে। যা সময় বাড়ার সাথে সাথে রূপ নেয়।

দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপালের পাশাপাশি বেসরকারি ক্লিনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের রক্ত দিতে এগিয়ে আসছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ৫ জন কর্মী নিহত হয়েছেন। এছাড়া আরও ৯জন কর্মী আহত হয়েছেন।

বিএম কনটেইনার ডিপোতে আমদানি ও রফতানির বিভিন্ন মালামালবাহী ৫০ হাজার কনটেইনার আছে বলে জানা গেছে। তাতে রাসায়নিক দ্রব্যের কনটেইনারও রয়েছে। কিছুক্ষণ পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে।

Link copied!