সুনামগঞ্জে বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে পানি, বন্যার আশঙ্কা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৯, ২০২২, ০৪:১৯ পিএম

সুনামগঞ্জে বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে পানি, বন্যার আশঙ্কা

সুনামগঞ্জে ভারী বৃষ্টির সঙ্গে উজান থেকে পাহাড়ি ঢল নামায় জেলার নদ-নদী ও হাওরে পানি বাড়ছে। এতে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার রাত থেকেই সুনামগঞ্জে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, সুনামগঞ্জে সোমবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে ভারতের চেরাপুঞ্জিতেও। এতে করে জেলার নদ-নদী ও হাওরে পানি বাড়ছে। এদিকে বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির প্রবাহ ও বৃষ্টিপাতের কারণে সুরমা, রক্তি, বৌলাই, চলতি, যাদুকাটা, খাসিয়ামারা ও পুরাতন সুরমাসহ সব নদীতে পানি বেড়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেটে পানি কমলেও বাড়বে সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের নদ-নদীর পানি। একই সঙ্গে কোথাও কোথাও বিপৎসীমার কাছাকাছি যেতে পারে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবীর বলেন, উজানের ঢলে তাহিরপুরের হাওরগুলোতে পানির চাপ বাড়ছে। বাঁধ টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে পানি আরও বাড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

Link copied!