সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৮:৪৮ পিএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) ২০২২-২০২৩ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ ও ১৬ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আইনজীবী সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মঙ্গলবার সমিতির সম্পাদক মো. রুহুল কুদ্দুস (কাজল) এ তফসিল ঘোষণা করেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী আজ থেকে ৩ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগামী ৩ মার্চ বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৬ মার্চ বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।

কাযর্করী কমিটির সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ৭টি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কার্যকরী কমিটির ৭টি সদস্য পদের ভোট গণনা ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।

জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট নির্বাচন উপ কমিটি (নির্বাচন কমিশন) গঠন করা হয়েছে।

Link copied!