হেফাজত নেতা কাসেমী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২২, ২০২১, ০২:০৪ এএম

হেফাজত নেতা কাসেমী রিমান্ডে

নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া হেফাজত ইসলামের ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি কোরবান আলী কাসেমীকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। হেফাজতের এ নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বুধবার (২১ এপ্রিল) হেফাজত নেতা কোরবান আলী কাসেমী ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা পল্টন থানার মামলায় তাকে আদালতে তোলা হয়।

ওই মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বাসাবো এলাকা থেকে মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেপ্তার করেছে ডিবি গুলশান বিভাগ।

গ্রেপ্তারের বিষয়ে ডিবি পুলিশের (গুলশান বিভাগ) উপ-কমিশনার মশিউর রহমান বলেন, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বর ও সম্প্রতি বায়তুল মোকাররম মসজিদে সহিংসতার ঘটনায় তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

এসব ঘটনায় দায়েরকৃত মামলায় কাসেমীকে গ্রেপ্তার দেখিয়ে পরে রিমান্ডের জন্য আবেদন করা হয়। এর প্রেক্ষিতে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আদালত।

Link copied!