১ ঘণ্টা লিফটে আটকা ১০ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৯, ২০২২, ০৩:৩৮ এএম

১ ঘণ্টা লিফটে আটকা ১০ চিকিৎসক

চট্টগ্রামে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে উঠার জন্য লিফটে উঠেছিলেন ১০ চিকিৎসক। কিন্তু ওঠার পর লিফটটির দরজা বন্ধ হলেও আর খুলছিল না। প্রায় পৌনে এক ঘণ্টা আটকে থাকার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেন। শুক্রবার রাত ১০টার দিকে নগরীর জিইসি মোড়ে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “বিএমএ ভবনে লিফটে আটকা পড়া চিকিৎসকদের মধ্য থেকে একজন ৯৯৯ নম্বরে কল করে সাহায্য চান। খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। মেকানিক্যাল ত্রটির কারণে চাবি কাজ না করায় লিফটি ওপরে উঠে ফের নিচে নেমে যায়। পরে অবশ্য আমরা তাদের নিরাপদে উদ্ধার করি।

জানা যায়, নগরীর খুলশীর ইউএসটিসি মেডিকেল হাসপাতালের ১০ ইন্টার্ন চিকিৎসক বিএমএ অফিসে উঠার জন্য লিফটে উঠেছিলেন। কিন্তু লিফটের ধারণক্ষমতা ছিল ছয়জনের। একসঙ্গে ১০ জন ওঠায় লিফটটি ঠিকঠাক কাজ করতে পারেনি।

লিফটে আটকে থাকা ইন্টার্ন চিকিৎসক শুভ বলেন, “আমরা ১০ জন সহকর্মী বিএমএ ভবনে লিফটে উঠার পরপরই সেটির দরজা আর খুলছিল না। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। পরে ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা পাই।

Link copied!