‘গঙ্গা বিলাস’ নিয়ে বিরোধিতাকারীরা ঢাকা-দিল্লি সম্পর্কোন্নয়ন চায় না: নৌপ্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৬, ২০২৩, ১০:০৫ পিএম

‘গঙ্গা বিলাস’ নিয়ে বিরোধিতাকারীরা ঢাকা-দিল্লি সম্পর্কোন্নয়ন চায় না: নৌপ্রতিমন্ত্রী

নৌপথে ভারতের বিলাসবহুল পর্যটন জাহাজ ‘গঙ্গা বিলাস’ বাংলাদেশে আসা নিয়ে সমালোচনা করছেন তারা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আরও উন্নয়ন হোক তা চায় না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের সমাপনী দিনের দ্বিতীয় অধিবেশনে ডিসিদের সাথে মতবিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গঙ্গা বিলাস জাহাজ প্রকৃতির জন্য অনেক ক্ষতিকর হবে বলে পরিবেশবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন। এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যদি এ কথা ধরি, তবে আদিম যুগে ফিরে যেতে হবে। সারা পৃথিবীতে নৌবাণিজ্যের মাধ্যমে অর্থনীতি....চট্টগ্রাম বন্দরকে আমরা আমাদের অর্থনীতির লাইফ লাইন বলি কেন? এ জাহাজ চলাচল আমদানি-রফতানির কারণেই।”

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘গঙ্গা বিলাস’ এর বাংলাদেশে আসার বিরোধিতাকারীরা প্রতিবেশি দেশ ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন চায় না। পর্যটন কীভাবে হবে! পর্যটন তো এভাবেই হয়। যারা এগুলো বলছে, তারা বিদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নয়ন যাতে না হয়, সম্পর্কের ঘাটতি হয়, এসব দৃষ্টিভঙ্গি নিয়ে বলে।”

এসময় তিনি জানান, ‘গঙ্গা বিলাস’ জাহাজটি আগামী তিন ফেব্রুয়ারি খুলনার কয়রা অতিক্রম করে অনেক পর্যটন এলাকা ও জেলা পেরিয়ে ভারতের আসামে যাবে।এটা আমাদের পর্যটনের ক্ষেত্রে বিরাট একটি সুযোগ। পাশাপাশি এতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় যাবে।

ভারতের জাহাজ গঙ্গাবিলাস দেশের বিভিন্ন জেলা অতিক্রম করার সময় ডিসি ও বিভাগীয় কমিশনারদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান নৌপ্রতিমন্ত্রী।

পরিবেশবাদীদের মধ্যে যারা ‘গঙ্গা বিলাস’ ইস্যুতে আশঙ্কা প্রকাশ করেছেন তাদের সমালোচনা করে নৌপ্রতিমন্ত্রী বলেন, “তারা দেশের উন্নয়নের কথা বলছে না;এ চক্রটাই রামপালে পরিবেশের কথা বলে বাধা দিয়েছিল। আমরা যে মোংলা বন্দরের গভীরতা তৈরি করছি, সেখানে সাড়ে ৯ মিটার ড্রাফটের জাহাজ ভিড়বে, তারাই এর বিরোধিতা করছে।”

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি ভারত থেকে যাত্রা শুরু করেছে প্রমোদতরি ‘এম ভি গঙ্গা বিলাস’। এটি বারানসি থেকে বাংলাদেশ হয়ে আসামের ডিব্রুগড় পর্যন্ত যাবে।

Link copied!