‘বিএনপি প্রতিবন্ধকতা তৈরি করলে নিরাপত্তা বাহিনী জবাব দেবে’

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩১, ২০২২, ১০:১৬ পিএম

‘বিএনপি প্রতিবন্ধকতা তৈরি করলে নিরাপত্তা বাহিনী জবাব দেবে’

রাজনৈতিক দলের কর্মসূচির নামে বিএনপি প্রতিবন্ধকতা তৈরি করলে নিরাপত্তা বাহিনী এর জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় শোক দিবসের আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিএনপির রাজনৈতিক কৌশল আছে, তারা জান-মালের ক্ষতি করবে, এটা করতে দেবো না। তারা রোজ মিটিং করছে, এতে বাধা দেবো না। তবে রাজনৈতিক দলের কর্মসূচির নামে বিএনপি প্রতিবন্ধকতা তৈরি করলে নিরাপত্তা বাহিনী এর জবাব দেবে।”

শোক দিবসের অনুষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, “কোভিডের মহামারি এখনও শেষ হয়নি। সেজন্য স্বাস্থ্যবিধি মেনে সব অনুষ্ঠান করার জন্য আমরা অনুরোধ রেখেছি। সব অনুষ্ঠানস্থলে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে, যাতে করে কোনোরকম অসুবিধা সৃষ্টি কেউ না ঘটাতে পারে।”

 

এই মুহূর্তে কোনোধরনের নাশকতার সিগনাল নাই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে উল্লেখ করে রাজধানীতে ধানমণ্ডি ৩২ নম্বরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতেও তারা শ্রদ্ধা জানাবেন। তাই রাজধানীর ধানমণ্ডি ও টুঙ্গিপাড়ায় আইন শৃঙ্খলা বাহিনী নজরদারিতে রাখবে।” 

জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কোনোধরনের চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানান।

Link copied!