‘শুধু রিট করলেই হবে? স্পটে যান, আর্তনাদ শুনুন’

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৭, ২০২১, ০৯:০২ পিএম

‘শুধু রিট করলেই হবে? স্পটে যান, আর্তনাদ শুনুন’

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণের দাবিতে এবং ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে করা রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দকে উদ্দেশ্যে করে হাইকোর্ট বলেছেন, ‘শুধু রিট করলেই হবে? স্পটে যান (ঘটনাস্থলে), আর্তনাদ শুনুন। দগ্ধদের যেখানে চিকিৎসা হচ্ছে ওইসব হাসপাতালে যান, খোঁজ-খবর নিন এর পরে এসে রিট করুন।’

সোমবার (২৭ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি রিট শুনানির জন্য উপস্থাপিত হলে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মন্তব্য করেন।

এর আগে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের ক্ষতিপূরণের দাবিতে এবং বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে রবিবার (২৬ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদনটি করেন।

রিটে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেক পরিবারকে ৫০ লাখ টাকা এবং দগ্ধ হয়ে আহতদের প্রত্যেককে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করা হয়েছে।

পাশাপাশি রিটে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে কেন ব্যবস্থা নেওয়া হয়নি এবং তাদের অবহেলা ছিল কিনা- তা খুঁজে বের করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি ওই দুর্ঘটনায় প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে আগুন লাগে। এতে এ পর্যন্ত  ৪১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

ওই লঞ্চ দুর্ঘটনায় এখনো শতাধিক নিখোঁজ রয়েছেন বলে স্বজনদের দাবি। আগুনে দগ্ধ ৮১ জনের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৬ জন। ২২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আর ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Link copied!