প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের দিনব্যাপী কর্মসূচির ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জানুয়ারি ৩, ২০২৪, ০১:১৮ পিএম

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের দিনব্যাপী কর্মসূচির ঘোষণা

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র সংগঠনটি। 

বুধবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি তুলে ধরেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের প্রতিপাদ্য, ‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান‍‍’।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাদ্দাম হোসেন বলেন, প্রতিবছর বাংলাদেশ ছাত্রলীগ নানা রকম কর্মসূচি পালনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, সময়ের প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ এ বছরের যাবতীয় কর্মসূচি গ্রহণ করেছে ভিন্নভাবে। 

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিয়মিত কর্মসূচির পাশাপাশি এ বছর বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচিসমূহ হলো-

★ সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।

★সকাল সাড়ে ৭টায় ধানমন্ডিস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

★সকাল ৭টা ৪৫-এ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিনিধিবৃন্দের শ্রদ্ধা নিবেদন।

★সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

★সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ও ‍‍‘ভোট উৎসবের জন্য‍‍’, ‍‍ ‘নৌকার জন্য‍‍’,  বর্ণাঢ্য শোভাযাত্রা।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সুবিধাজনক সময়ে ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পুনর্মিলনী আয়ােজন করা হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তর সভাপতি রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম, মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক সজল কুন্ডুসহ ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতারা।

Link copied!