২১ আগস্ট গ্রেনেড হামলা: মামলার রায় কাল

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৪, ০২:৩৯ পিএম

২১ আগস্ট গ্রেনেড হামলা: মামলার রায় কাল

ছবি: সংগৃহীত

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আগামীকাল রোববার ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণার কথা রয়েছে।

শনিবার, ৩০ নভেম্বর আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। অল্পের জন্য ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। এ ঘটনায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। এছাড়া দলের তিন শতাধিক নেতাকর্মী আহত হন।

এ ঘটনার পরদিন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ বাদী হয়ে মামলা করেন।

মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেন।

এছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে আরও ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

ওই বছরের ২৭ নভেম্বর বিচারিক আদালতের রায় নথিসহ হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়। গত বছরের ১৬ আগস্ট পেপারবুক বিজিপ্রেস থেকে তৈরির পর সুপ্রিমকোর্টে আসে।

Link copied!