ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০১:৫০ পিএম
ছবি: সংগৃহীত
বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে তাদের অবস্থান আনুপাতিক নির্বাচনের বিরুদ্ধেও বলে জানান তিনি।
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার উদ্যোগ নিলে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না অন্তর্বর্তী সরকার। এ কারণে বিএনপি জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে।
জুলাই গণহত্যা ইস্যুতে জাতিসংঘের প্রতিবেদন বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, গণহত্যার সঠিক তথ্য উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এখন বিচারের মুখোমুখি করতে হবে।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু জনগণ নির্ধারণ করবে বলেও জানান তিনি।