নির্বাচন কোথায় নিরপেক্ষ হয়নি, তা সুস্পষ্টভাবে বলতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০২:০০ পিএম

নির্বাচন কোথায় নিরপেক্ষ হয়নি, তা সুস্পষ্টভাবে বলতে হবে: প্রধানমন্ত্রী

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, বলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি, তাদের সুস্পষ্টভাবে বলতে হবে কী কী ক্ষেত্র দেখে বলছে নির্বাচন অবাধ, সুষ্ঠু হয় নাই, এটা তাদের বলতে হবে।

আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এবারের নির্বাচনে আমি স্বতন্ত্র উন্মুক্ত করে দিয়েছিলাম। এছাড়া আমাদের উপায় ছিল না। ভোট কেন্দ্রে যাতে ভোটার আসে, নির্বাচন যেন উৎসবমুখর হয়, সেদিকে নজর রেখে উন্মুক্ত করে দিয়েছি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের অনেকেই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছে। এ নিয়ে অনেকের মধ্যে মন কষাকষি আছে, দূরত্ব তৈরি হয়েছে। যা হয়ে গেছে, হয়ে গেছে। এখন এক হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, কোথাও কোনো সমস্যা হলে আমরা সমাধান করব। কিন্তু নিজেরা আত্মঘাতী সংঘাতে লিপ্ত হওয়া যাবে না। এবার নৌকার জোয়ার ছিল, এ জোয়ারেও জিততে না পেরে একে-অপরকে দোষারোপ করে লাভ নেই।

শেখ হাসিনা বলেন, সরকার যে মানুষের কল্যাণে কাজ করে সেটা একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে তখন উপলব্ধি করেছে, সুফল পেয়েছে। জনগণের ভোটে কোন একটি দল একটানা চারবার ক্ষমতায় আসা সহজ কাজ না। আমরা জনগণের কল্যাণে কাজ করেছি, জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছি। আমাদের উন্নয়নটা তৃণমূল পর্যায় পর্যন্ত, প্রত্যেকটা স্তরের মানুষ অবহেলিত না থাকে সেই দিকে লক্ষ্য রেখে পরিকল্পনা নিয়েছি, বাস্তবায়ন করেছি। যার ফলে জনগণের আস্থা-বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি।

আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানদের নিয়ে ‘বিশেষ বর্ধিত সভা’র আয়োজন করা হয়েছে।

Link copied!