দেশি-বিদেশী প্রতিক্রিয়াশীল চক্র দেশের গণতন্ত্রবিরোধী অপপ্রচার চালাচ্ছে : শেখ পরশ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৪, ০৭:৪০ পিএম

দেশি-বিদেশী প্রতিক্রিয়াশীল চক্র দেশের গণতন্ত্রবিরোধী অপপ্রচার চালাচ্ছে : শেখ পরশ

ঢাকা মহানগরীর ৩৫টি স্থানে সুপেয় পানি, লিফলেট এবং ছাতা বিতরণ করে যুবলীগ।

আজকে দেশে-বিদেশে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। একটা নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত চলছে। আমাদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ থাকার পরেও, ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরেও আমাদের নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে অবিরাম মিথ্যাচার এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে একটা দেশি-বিদেশী প্রতিক্রিয়াশীল চক্র। শুক্রবার সুপেয় পানি সরবারহ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে একথা বলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজেল শামস্ পরশ। 

তিনি আরও বলেন ,ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এদেশের জনগণ তাদের নাগরিক অধিকার প্রয়োগ করবে, কারণ জনগণই সকল ক্ষমতার উৎস। আওয়ামী লীগ হত্যা, ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিশ্বাস করে এদেশের জনগণের উপর। জনগণই আমাদের আস্থার স্থল। তিনি আরও বলেন-আজকে সুপেয় পানির সাথে সাথে আমরা স্বাস্থ্য সংক্রান্ত কিছু লিফলেট এবং নির্বাচন সংক্রান্ত প্রচার পত্র বিতরণ করছে। আপনারা স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনাগুলো অনুসরণ করবেন। আমাদের প্রত্যাশা দেশের সকল ইউনিট তাপদাহে কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়াবেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে আজ তীব্র তাপদাহে সর্বসাধারণের জন্য ঢাকা মহানগরীর ৩৫টি স্থানে একযোগে সুপেয় পানি সরবরাহ ও সচেতনতামূলক লিফলেট এবং কয়েকশত ছাতা বিতরণ করা হয়। সকাল ১১টায় ফার্মগেট (আনন্দ সিনেমা হল সংলগ্ন) স্থানে কর্মসূচির উদ্বোধন ও সভাপতিত্ব করেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজেল শামস্ পরশ। সঞ্চালনা করেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক  মাইনুল হোসেন খান নিখিল । 

সভাপতির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন-যুবলীগ সর্বদা নিপীড়িত মানুষের স্বার্থে রাজনীতি করে। তাই আজকে যখন তীব্র তাপদাহে সর্বসাধারণের কষ্ট হচ্ছে, তখন আমাদের যুবলীগের নেতা-কর্মীরা ঘরে বসে নাই। আমাদের নেত্রী সেই শিক্ষা দেয়। 

শেখ পরশ বলেন-জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র দায়িত্বে আছে বলেই হত্যা, ক্যু, ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হয়েছে। বাংলার ইতিহাসে আওয়ামী লীগই একমাত্র স্থিতিশীল, সাংবিধানিক, গণতান্ত্রিক সরকার কায়েম রেখেছে। গত ১৫-১৬ বছরে ধারাবাহিকভাবে অবৈধভাবে ক্ষমতা দখলের সকল অপচেষ্টা শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রতিহত করেছি। বর্তমান সরকার স্থিতিশীল বলেই দেশে অবিশ্বাস্য উন্নয়ন হয়েছে, বিস্ময়কর উন্নয়নমূলক অর্জন সম্ভব হয়েছে। শেখ হাসিনার মত একজন দক্ষ রাষ্ট্রনায়ক রাষ্ট্রীয় দায়িত্বে আছেন বলেই বাংলাদেশ সারা বিশ্বে সমীহ অর্জন করেছে। সমগ্র বিশ্বে শেখ হাসিনার সরকারের স্থিতিশীলতার জন্য প্রশংসা পাচ্ছে। গণতান্ত্রিক স্থিতিশীল পরিবেশ বিদ্যমান আছে বলেই আমরা পদ্মা সেতু, মেট্রোরেলের মত মেগা প্রজেক্ট সম্ভব হয়েছে শেখ হাসিনার কারণে।

সঞ্চালকের বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন-আপনারা জানেন বাংলাদেশে এখন প্রাকৃতিক দুর্যোগ চলছে। দীর্ঘদিন যাবৎ প্রচণ্ড গরমে সারা বাংলাদেশের মানুষ অতীষ্ঠ হয়ে ওঠেছে। এই গরমে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো অনেক কষ্টে আছেন। সে কারণে মানবতার মা বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগ তাদের পাশে দাঁড়িয়েছে। সুপেয় পানি, সরবত, স্যালাইন, ছাতা বিতরণসহ বিভিন্নভাবে মানুষের পাশে রয়েছে। এই গরমে কিভাবে ভাল থাকা যায় সে জন্য সচেতনতামূলক লিফলেটও বিতরণ করছে যুবলীগ। যুবলীগের নেতা-কর্মীরা সারাদেশে এই কর্মসূচি অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন-আমাদের যত সময় সমর্থ আছে আমরা তত সময় সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকবো।

 তিনি বলেন-আমাদের দেশে আর একটি শ্রেণী আছে তারা হলেন বিএনপি-জামাত। তারা দেশের যে কোন সংকটে মানুষের পাশে না দাঁড়িয়ে সবসময় সরকারের দোষ ধরার কাজে ব্যস্ত থাকে। করোনার সময় আমরা ছিলাম মানুষের পাশে কিন্তু বিএনপি-জামাতকে মানুষের পাশে পাওয়া যায় নাই। তারাই আবার বড় বড় কথা বলে।

ঢাকা মহানগর উত্তরের স্থানসমূহ : গাবতলী, শ্যামলী, মোহাম্মদপুর (টাউন হল), ফার্মগেট, মহাখালী, বনানী (আতাতুর্ক এভিনিউ), গুলশান-১, গুলশান-২, পল্লবী, উত্তরা (রাজলক্ষ্মী), বাড্ডা (লিংক রোড), ভাটারা (নতুন বাজার), রামপুরা, মিরপুর-১, মিরপুর-১০, তেজগাঁও (ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখে) ও ঢাকা মহানগর দক্ষিণের স্থানসমূহ : ধানমণ্ডি-৩২, ধানমণ্ডি-৩/এ, কামরাঙ্গীরচর, নিউ মার্কেট, শাহবাগ, ২৩, বঙ্গবন্ধু এভিনিউ, যাত্রাবাড়ী মোড়, ভিক্টোরিয়া পার্ক, সদরঘাট, মতিঝিল, পল্টন, কাকরাইল মসজিদ, তাঁতীবাজার মোড়, চকবাজার, কমলাপুর, দৈনিক বাংলা মোড়।

এসময় বিভিন্নস্থানে সুপেয় পানি ও লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, সুভাষ চন্দ্র হাওলাদার, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, মোঃ জসিম মাতুব্বর, মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মোঃ শামছুল আলম অনিক, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, ক্রীড়া সম্পাদক মোঃ নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হারিছ মিয়া শেখ সাগর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাড. হেমায়েত উদ্দিন মোল্লা, ধর্ম সম্পাদক মাওলানা খলিলুর রহমান সরদার, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. মুক্তা আক্তার, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-আন্তর্জাতিক সম্পাদক সফেদ আশফাক আকন্দ তুহিন, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ রাশেদুল হাসান সুপ্ত, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুর রহমান, উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামির রানা, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মোঃ গোলাম কিবরিয়া শামীম, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের যুগ্ম-সাধারণ সম্পাদক তাসবিরুল হক অনুসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

Link copied!