লোডশেডিং নিয়ে সংসদে মুজিবুল হক

“বিদ্যুত গেল কোথায়?”

জাতীয় ডেস্ক

মে ৫, ২০২৪, ০৯:০৯ পিএম

“বিদ্যুত গেল কোথায়?”

রোববার সংসদে প্রশ্ন তোলেন মুজিবুল হক। ছবি: সংগৃহীত

“গ্রামে ৮-১২ ঘণ্টা লোডশেডিং, তাহলে বিদ্যুৎ গেল কোথায়?”

সংসদে এমনই প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক। রোববার (৫ মে) অনির্ধারিত এক আলোচনায় তিনি বলেন, “সরকার বলেছে ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা আছে, তাহলে বিদ্যুৎ গেল কোথায়?”

মুজিবুল হক বলেন, “এখন দেশের মানুষ অনেক সমস্যায় আছে। এর মধ্যে দুটি সমস্যা গুরুতর। একটি হলো বিদ্যুৎ, আরেকটি সড়ক দুর্ঘটনা।”

তিনি আরও বলেন, “এখন গ্রামগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কোথাও ১২ ঘণ্টা, কোথাও ৮ ঘণ্টা লোডশেডিং থাকে। আমার নিজের নির্বাচনী এলাকায় (করিমগঞ্জ-তাড়াইল) ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। আমার এলাকার মানুষ বলেছেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে দাওয়াত দিতে, লোডশেডিং হয় কি না, তা দেখার জন্য একদিন (সেখানে) থাকতে। পরিস্থিতি দেখতে মুজিবুল হক আমার নির্বাচনী এলাকায় যাওয়ার জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে অনুরোধ জানাচ্ছি।”

Link copied!