ইউনূসকে সাজা দিয়েছে আদালত, তাহলে আওয়ামী লীগের সমালোচনা কেন: প্রশ্ন কাদেরের

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২, ২০২৪, ০৬:২৯ পিএম

ইউনূসকে সাজা দিয়েছে আদালত, তাহলে আওয়ামী লীগের সমালোচনা কেন:  প্রশ্ন কাদেরের

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ড. ইউনূস কি আইন-আদালতের ঊর্ধ্বে? শাস্তি কি তাঁকে আওয়ামী লীগ সরকার দিয়েছে? যে শ্রমিকদের তিনি পাওনা থেকে বঞ্চিত করছেন তারাই মামলা করেছে। সেই মামলায় আদালত তাঁকে শাস্তি দিয়েছেন। আদালতের রায়েই তিনি দণ্ডিত হয়েছেন। এখানে আওয়ামী লীগের কোন দায় নেই।’

মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ‘আপনার স্ট্যাটাস, পজিশন, ব্যক্তিত্বের উচ্চতা কি আইনের ঊর্ধ্বে? ড. ইউনূস সাহেব কি আইন-আদালতের ঊর্ধ্বে? শাস্তি কি তাঁকে আওয়ামী লীগ সরকার দিয়েছে? যে শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করছেন, তাঁদের মামলা, সেই মামলায় আদালত তাঁকে শাস্তি দিয়েছেন। এখানে সরকারের কী করণীয়। সরকার কেন এখানে সমালোচনার মুখে পড়বে? এটা তো যথাযথ নয়।’

তিনি আরও বলেন, ‘এখন লিফলেট বিতরণের নামে নিরবতা বাইরে দেখানো হলেও তারা হঠাৎ করে সরব হয়ে উঠবে সশস্ত্র তৎপরতার মাধ্যমে, যা নির্বাচন বিরোধী। এরকম খবর আমরা পাচ্ছি! লিফলেট বিতরণ করতে যাচ্ছে হঠাৎ করে তারা গুপ্ত হত্যা, চোরগোপ্তা হামলা, ভয়ঙ্করভাবে এসবের প্রতি ঝুঁকে পড়তে পারে এবং সেই জন্য তারা প্রস্তুতি নিচ্ছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘গণতন্ত্রকে শক্তিশালী করতে ৭ জানুয়ারি নির্বাচন হবে এর ধারাবাহিকতায় দেশব্যাপী প্রচারণা চলছে, নির্বাচনকে সামনে রেখে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ও জনসভাগুলোতে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো।’

জাতীয় পার্টি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় পার্টির দু-একজন ব্যক্তিগত অসুবিধার কারণে নির্বাচন না-ও করতে পারেন। কিন্তু, দলগতভাবে নির্বাচন থেকে তারা সরে যাবে বলে মনে হয় না। যাদের সঙ্গে কম্প্রোমাইজ হয়েছে, তারাতো কেউ সরে যায়নি।’

Link copied!