কাতার বিশ্বকাপে রেফারিদের ঘড়ির দাম সাড়ে ৫ হাজার ডলার!

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২২, ০৫:১৮ পিএম

কাতার বিশ্বকাপে রেফারিদের ঘড়ির দাম সাড়ে ৫ হাজার ডলার!

শেষ হলো কাতার বিশ্বকাপ। আর্জেন্টিনার হাতে উঠল কাঙ্খিত সেই কাপ। এবার বিশ্বকাপের সব কিছুতেই চমক দেখিয়েছে ফিফা। বল থেকে শুরু করে ভার টেকনোলজি, সবকিছুতেই তথ্য-প্রযুক্তির ছোঁয়া। এর পাশাপাশি এই বিশ্বকাপে আরও একটি চমক রেফারিদের ব্যবহৃত ঘড়ি।

কাতারের মাঠে রেফারির হাতে রয়েছে উন্নত প্রযুক্তির মহার্ঘ ঘড়ি। তা কেবল সময় দেখায় না। এক ঘড়ি অনেক কাজ করে। ফলে দামও আকাশ ছোঁয়া। কত দাম? কী কী কাজ হয় উন্নত প্রযুক্তির ওই ঘড়ির মাধ্যমে?

সুইটজারল্যান্ডের সংস্থা হাবলট দীর্ঘদিন হল তৈরি করছে ফিফা রেফারিদের জন্য বিশেষ ধরনের ঘড়ি। ৪৪ মিমি ডায়াল সাধারণত কালো সেরামিক এবং কালো টাইটানিয়ামের। সবচেয়ে বড় কথা, এই ঘড়িতে রয়েছে একটি চিপ।

চিপের সাহায্যে যাবতীয় তথ্য আদানপ্রদান চলে। অফসাইড, গোললাইন সংক্রান্ত এবং অন্য ম্যাসেজ ভারের রেফারি পাঠালে ঘড়ি ভাইব্রেট করে। প্রয়োজনে ব্যবস্থা নেন রেফারি। সুইজারল্যান্ডের সংস্থা হাবলটের ঘড়ির দাম ৫ হাজার ৪৮০ ডলার।

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে মোট ১২৯ জন ম্যাচ অফিসিয়াল ছিলেন। এর মধ্যে ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভার রেফারি। তারমধ্যে ছিলেন ছয় জন নারী রেফারিও।

Link copied!