দেশ বরেণ্য অভিনেত্রী রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’ প্রেক্ষাগৃহে আসছে আগামী ১৬ জুন। সিনেমাটি মুক্তিকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে রোজিনার ডাকে উপস্থিত ছিলেন অঞ্জনা, অরুনা বিশ্বাস, বাপ্পরাজ, চিত্রনায়ক আরিফিন শুভ, জায়েদ খানসহ অনেকেই।
অনুষ্ঠান চলাকালিন সময় কয়েক পাতার লিখিত বক্তব্য নিয়ে হাজির হন রোজিনা। অভিনেত্রী বলেন, ‘অনেক বছর পর আমি প্রযোজনা করেছি, “ফিরে দেখা”, এটা কিন্তু অনুদানের ছবি। দর্শক আমার অভিনীত আমার ছবি দেখেছে। এই প্রথম আমি পরিচালনা করেছি। শিল্পী-কুশলী সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন, তাই তাড়াতাড়ি শেষ করতে পেরেছি। আমার প্রথম পরিচালিত ছবি এটি, আশা করি দর্শকরা হলে গিয়ে দেখবেন।’
এদিকে ক্যামেরার অধিক উপস্থিতির কারণে বিরক্তিবোধ করছিলেন অতিথিরা। আর অনুষ্ঠান চলাকালিন মঞ্চে দিকে লক্ষ্য না করে, অনেকেই ক্যামেরা নিয়ে ছুটে যান জায়েদের দিকেই। সে কারণে একটা সময় খেপে যান রোজিনা। এক পর্যায়ে মঞ্চ থেকে নেমে আসেন তিনি। সবাইকে তিনি মূল অনুষ্ঠানের দিকে নজর দেওয়ার আহ্বান জানান।
এক সময়ে বিরক্তিকর মুখে রোজিনা বলেন, ‘আমি তো এদের দাওয়াত দেইনি। এরা কিভাবে এলো। আমি তো শুধু সাংবাদিকদের বলেছি। ইউটিউবার কাউকেই আমি বলিনি। এভাবে অনুষ্ঠানের মাঝে অন্য প্রসঙ্গ নিয়ে কথাবার্তা বলা বা সাক্ষাৎকার নেওয়ার জন্য হুলুস্থুল করার কোনো মানে হয় না।’