রবিবার সন্ধায় ফেসবুকে পোস্টের পর থেকে আলোচনায় রয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনয় শিল্পী পরীমণি। এবার পরীমণির পোস্টকে সমর্থন জানিয়ে ব্যাক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিলেন বাংলাদেশের আরেকজন জনপ্রিয় অভিনয় শিল্পী জয়া আহসান।
জয়া আহসানের ঘনিষ্ট এক সূত্র নিশ্চিত করে যে, ফেসবুকে ব্যক্তিগত প্রফাইল থেকে দেয়া এক পোস্টে জয়া লেখেন, 'পরীমণির খবরটি শোনার পর থেকে বেদনা ও ধিক্কারে মনটা ভরে উঠেছে। আমি কষ্ট পাচ্ছি মানুষ হিসেবে, মেয়ে হিসেবে, অভিনয়–জগতের একজন সদস্য হিসেবে।'
এ সময় নারী নির্যাতনের প্রসঙ্গে টেনে তিনি লেখেন, 'একবিংশ শতকের অনেকটা পথ পার হয়ে এসে এখনো মেয়েদের এমন লাঞ্ছনা দেখতে হবে? কোনো মানুষ, কোনো মেয়ের সঙ্গে এমন আচরণ করার মন, মানসিকতা বা দুঃসাহস কোত্থেকে আসে? যে চলচ্চিত্রশিল্পকে রক্তে–ঘামে আমরা তিল তিল করে গড়ে তুলছি, তা এতই নাজুক, এতই খেলো?'
লেখায় এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে জয়া আহসান লেখেন, 'এ ঘটনা আমরা তলা পর্যন্ত বুঝতে চাই। আমরা দেখতে চাই, এমন দুর্বৃত্তপণার বিচার হয়েছে। দেখতে চাই, কোনো মেয়ে—তা সে যে–ই হোক—তার সঙ্গে এমন আচরণের অবসান হয়েছে।'
পরীমনি রবিবার (জুন ১৩) রাতে তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে এক পোস্টে তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তোলেন। ফেসবুক পোস্টটিতে কারো বিরুদ্ধে কোন স্পষ্ট অভিযোগ তুলেন নি এই চিত্রনায়িকা।
পোস্টটিতে তিনি প্রধানমন্ত্রীকে মা হিসেবে সম্বোধন করে তার হস্তক্ষেপ কামনা করেন। এবং লিখেন- "আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।” তিনি দাবী করেছেন পুলিশও তাকে কোন সাহায্য করেনি।
ফেসবুক পোস্টটি মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়।
সংবাদ সম্মেলনটির আগে বিভিন্ন সংবাদ মাধ্যম পরীমনির সাথে যোগাযোগ করলে তিনি দাবী করেন বনানী থানায় অভিযোগ করার চেষ্টা করলেও সেখানে মামলা গ্রহণ করেনি।
চলচ্চিত্রে পরীমনি হিসেবে নিজেকে পরিচয় দিলেও তার আসল নাম শামসুন্নাহার স্মৃতি।
যদিও, প্রেস ব্রিফিং এর আগে রবিবার রাতে বনানী থানার ওসি নুরে আজম মিয়া সংবাদকর্মীদের জানান এই দুই নামের কেউই কোন অভিযোগ করতে আসেন নি। তিনি আরও জানান এরকম কোন অভিযোগ নিয়ে যে কেউই আসলে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
তবে সংবাদ সম্মেলনের পর পুলিশের গুলশান বিভাগের কর্মকর্তারা সংবাদ মাধ্যমগুলোকে জানায় ঘটনার রাতে সাড়ে তিনটার দিকে পরীমণি বনানী থানায় গিয়েছিলেন। থানায় গিয়ে তিনি দায়িত্বরত কর্মকর্তাদ্যের তিনি বলেন তার সঙ্গে অশোভনীয় আচরণ করা হয়েছে এবং এই বিষয়ে তিনি অভিযোগ দায়ের করতে চান।
কিন্তু বনানী থানার পুলিশ সদস্যরা তার আচরণ কিছুটা ‘অপ্রকৃতিস্থ’ মনে করেন। সুনির্দিষ্টভাবে কোন অভিযোগ বলতে না পারায় এবং ‘এলোমোলো কথাবার্তা’ বলায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাকে সুস্থ হয়ে দিনের বেলায় আসতে বলেন।
এসব ‘অসংলগ্ন’ আচরণ দেখে পুলিশের একটি দল তাকে সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে পৌঁছে দিয়ে আসেন। তাদের মতে এর পরে তিনি আর থানায় যাননি ও পুলিশের কারো সাথে কোন যোগাযোগ করেন নি।
তবে, সংবাদ সম্মেলন চলাকালীন মিরপুরের রূপনগর থানার ওসি পরীমনির বাসায় উপস্থিত থেকে তার বক্তব্য শুনেছেন।
নড়াইলের স্থানীয় পরীমনি ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত বিশটিরও অধিক বাংলা চলচ্চিত্রে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন।