গত বছর 'দামাল' সিনেমায় গোলকিপারের চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন সুমিত সেন গুপ্ত।বর্তমানেও বেশ ভালো সময় কাটছে সুমিতের। এ বছর বেশ কিছু সিনেমায় তাঁকে দেখা যাবে। তাঁর দূর্দান্ত অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার-২০২২ এ সেরা চলচ্চিত্র অভিনেতা ক্যাটাগরিতে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন সুমিত। মনোনয়ন পেয়ে সুমিতের কেমন লাগছে জানতে দ্য রিপোর্টের পক্ষ থেকে তাঁর সাথে যোগাযোগ করা হলে মনোনয়ন পাওয়া খুশি ব্যক্ত করেন সুমিত।
সেরা চলচ্চিত্র অভিনেতার মনোনয়ন পেয়ে অনুভূতি কী?
অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমি অনেক বেশি আনন্দিত।
দর্শকের নিকট আপনার প্রত্যাশা কী?
এতদিন ধরে দর্শকেরা আমাকে ভালোবেসে গেছে, বিভিন্নভাবে আমাকে জানিয়েছে তাদের ভালো লাগার কথা। এবার তাদের কাছে একটাই প্রত্যাশা বেশি বেশি ভোট দিয়ে যেন আমাকে জয়ী করে।
সামনে ভক্তরা কী উপহার পাবে?
বছরের শুরুতেই দর্শকদের জন্য থাকছে ব্ল্যাক ওয়ার। এরপর একটা ওয়েব সিরিজ নিয়ে কাজ শুরু করবো। এছাড়াও শাকিব খানের সাথে একটি সিনেমায় কাজ করার কথা রয়েছে যা মোটামুটি কনফার্ম। আমার কাজের প্রতিটি খবর দর্শকদের ঘটা করে দিতে চাই। সবাইকে জানাব প্রতিটি কাজ সম্পর্কে।
দর্শক মহলে প্রশংসা পেতে কেমন লাগে?
প্রতিটি আর্টিস্টই দর্শকের জন্য খুব কষ্ট করে কাজ করে। আর দর্শক যখন সেটা গ্রহণ করে এবং প্রশংসা করে এর চেয়ে বেশি আনন্দের বিষয় আর কিছুই হতে পারে না। এটাই একজন অভিনেতার প্রাপ্তি।
‘দামাল’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে বেশ সাড়া ফেলেছেন সুমিত। অভিনয় দিয়ে তিনি সিনেমা হলে দর্শকদের কাঁদিয়েছেন। তাঁর কষ্টে দর্শক যেমন কেঁদেছে ঠিক তেমনই ফুটবল খেলায় তাঁর পারফরম্যান্স দেখে দর্শক খুশিতে হাততালি দিয়েছে।
নতুন বছরেও ভক্তদের জন্য ভালো ভালো কাজ করতে চান সুমিত। সেই লক্ষ্যেই প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন বলে জানালেন এই প্রতিশ্রুতিশীল তরুণ অভিনেতা।
সুমিত ছাড়াও সেরা চলচ্চিত্র অভিনেতার জন্য মনোনয়ন পেয়েছেন- চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, ইমন, আদর আজাদ, অপূর্ব, মোশাররফ করিম, শরিফুল রাজ, সাইমন, রোশান, মনোজ, ফজলুর রহমান বাবু, এবিএম সুমন, ইয়াশ রোহান, অনন্ত জলিল।