বলিউড শাহেনশাহ অমিতাভের জন্মদিন আজ

শোবিজ ডেস্ক

অক্টোবর ১২, ২০২৩, ১২:২৩ এএম

বলিউড শাহেনশাহ অমিতাভের জন্মদিন আজ

বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতাদের একজন তিনি। যিনি ৮১ বছর বয়সে এসেও পুরোদমে কাজে ডুবে আছেন। বলছি বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের কথা। আজ এই অভিনেতার জন্মদিন। 

আজ (১১ অক্টোবর) জীবনের ৮১তে পা রাখলেন অমিতাভ বচ্চন। এ উপলক্ষে তাকে আগাম শুভেচ্ছা বার্তা দিয়েছেন কয়েকজন তারকা। যেটা দেখা গেছে তারই সঞ্চালিত ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের নতুন পর্বের প্রমোতে। মেগাস্টার চিরঞ্জীবী, গুণী অভিনেত্রী বিদ্যা বালান ও বলিউডের তরুণ তুর্কি ভিকি কৌশলদের শুভেচ্ছা পেয়ে অনুষ্ঠানের মধ্যেই আবেগাপ্লুত হয়ে পড়েন বিগ বি। টিস্যুতে মুছে নেন চোখের কোণে উঁকি দেওয়া জল।

১৯৪২ সালের এই দিনে অমিতাভের জন্ম বর্তমান ভারতের উত্তর প্রদেশের এহালাবাদে। ষাটের দশকের শেষ দিকে কেবল একটি ড্রাইভিং লাইসেন্স সম্বল করে তিনি মুম্বাইতে এসেছিলেন। সিনেমার নায়ক হওয়ার স্বপ্নে সহ্য করেছেন অনেক কষ্ট। খেয়ে-না খেয়ে কেটেছে দিন, কখনও বা পথের ধারে বেঞ্চে শুয়ে পেরিয়েছেন রাত। 

মৃণাল সেনের বিখ্যাত সিনেমা ‘ভুবন সোম’-এ ভয়েস ন্যারেটর হিসেবে অমিতাভ বচ্চনের সিনেমা ক্যারিয়ার শুরু হয়। তার অভিনীত প্রথম সিনেমা ‘সাত হিন্দুস্তানি’ মুক্তি পায় ১৯৬৯ সালে। বচ্চনের প্রথম দিকের কয়েকটি ছবি সাফল্যের মুখ দেখেনি। ১৯৭৩ সালের ‘জাঞ্জির’ দিয়েই তার উত্থান। এটি তাকে ‘অ্যাংরি ইয়াং ম্যান’ হিসেবে খ্যাতি এনে দেয় ভারতজুড়ে।


 
এরপর থেকে শুধু নিজেকে ছাড়িয়ে যাবার অধ্যায়। দুই শতাধিক সিনেমায় অভিনয় করে তিনি ভারতের ইতিহাসে সবচেয়ে সফল অভিনেতাদের একজন হয়ে উঠেছেন। টানা পাঁচ দশকের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে টিকে থাকার বিরল অর্জনটিও তার দখলে।


অভিনেতা হিসেবে প্রায় সব কিছুই অর্জন করেছেন অমিতাভ বচ্চন। ভারত সরকারের কাছ থেকে ‘পদ্ম বিভূষণ’, ‘পদ্ম ভূষণ’ ও ‘পদ্মশ্রী’ পদক পেয়েছেন। ফরাসি সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘লিজিয়ন অব অনার’ এবং আফগানিস্তানের রাষ্ট্রপতির কাছ থেকেও সম্মাননা লাভ করেছেন তিনি। 

এছাড়া ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন ২০১৮ সালে। চারবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে দেশটির জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননাসহ মোট ১৬ বার জিতেছেন ফিল্মফেয়ার।
 

Link copied!