ওটিটি প্ল্যাটফর্মের জন্য পরিচালক অরিন্দম শীল নতুন করে ফিরিয়ে আনছেন হাজারি ঠাকুর, পদ্ম, বেচু চক্রবর্তীদের। শোনা যাচ্ছে, হাজারি ঠাকুরের ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। আর তার সঙ্গে পদ্মর ভূমিকায় অভিনয় করবেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী অনন্যা চক্রবর্তী।
নির্মাতা অরিন্দম শীল জানিয়েছেন, চিত্রনাট্য লেখার সময় হাজারি ঠাকুর চরিত্রে মোশাররফ করিমের চেহারা ভেসে উঠছিল তার চোখের সামনে। তার ভাষ্য, ‘চিত্রনাট্য লেখার সময় থেকেই মাথার ভেতর মোশাররফ করিমের নাম ঘুরছিল। পরে তার সঙ্গে যোগাযোগ করি। তিনি রাজি হয়ে যান।’
১৯৪০ সালে প্রকাশিত হয়েছিল বিভূতিভূষণের অন্যতম শ্রেষ্ঠ এই উপন্যাস। একাধিকবার এই উপন্যাস থেকে তৈরি হয়েছে সিনেমা। ১৯৫৭ সালে অর্ধেন্দু সেনের পরিচালনায় অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস, সাবিত্রী চট্টোপাধ্যায়, জহর গাঙ্গুলী, ধীরাজ ভট্টাচার্যের মতো অভিনেতারা। পরে রাজা সেনের টেলিছবিতে হাজারি ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছিলেন মনোজ নিত্র।