হ্যারি পটারের ‘ডাম্বলডোর’খ্যাত অভিনেতা মাইকেল গ্যামবনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০৫:৪৪ এএম

হ্যারি পটারের ‘ডাম্বলডোর’খ্যাত অভিনেতা মাইকেল গ্যামবনের মৃত্যু

স্যার মাইকেল গ্যামবন

বিখ্যাত হ্যারি পটার সিনেমার ‘প্রফেসর আলবাস ডাম্বেলডোর’ চরিত্রের অভিনেতা স্যার মাইকেল গ্যামবন মারা গেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) জানিয়েছে, গ্যামবনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার।

হ্যারি পটার সিনেমার আটটির মধ্যে ছয়টিতেই এই চরিত্রে দেখা গিয়েছিল ৮২ বছর বয়সী স্যার গ্যামবনকে।

অভিনেতার পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তাঁর পাশেই ছিল স্ত্রী অ্যানি এবং পুত্র ফেরগুস।

রিচার্ড হ্যারিসের মৃত্যুর পর প্রফেসর ডাম্বলডোরের চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মাইকেল গ্যামবন। তারপর সাফল্যের সঙ্গে সেই ভূমিকা পালন করেছেন বছরের পর বছর। হ্যারি-হারমাইনি এবং রনের পাশাপাশি রেজে রাউলিং-এর উপন্যাসের সবচেয়ে চর্চিত দুই চরিত্র হল ‘প্রফেসর স্নেইপ’ এবং ‘অ্যালবাস ডাম্বলডোর।’

দীর্ঘ পাঁচ দশকের ফিল্মি ক্যারিয়ারে অজস্র চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে হ্যারির রক্ষাকর্তা ডাম্বেলডোর হিসাবেই দর্শক সবচেয়ে বেশি মনে রেখেছে তাকে।

Link copied!