ঈদে মুক্তি পায়নি নিজের সিনেমা, তারপরেও খুশী কেন মিম!

শোবিজ ডেস্ক

জুলাই ৯, ২০২৩, ০৪:২৯ পিএম

ঈদে মুক্তি পায়নি নিজের সিনেমা, তারপরেও খুশী কেন মিম!

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের এবারের ঈদের আনন্দটা ফিকে হয়ে যাওয়ার কথা। কারণ ঘোষণা দিয়েও ঈদে মুক্তি পায়নি তাঁর অভিনীত সিনেমা ‘অন্তর্জাল’। এমনকি ‘অন্তর্জাল’ কবে মুক্তি পাবে তা এখনও জানেন না তিনি। প্রযোজক ও পরিচালকদের সিদ্ধান্তের ওপরই তাকিয়ে আছেন।

বলা হয়েছিল, ঈদের আমেজ থাকতে থাকতেই সিনেমাটি মুক্তি পাবে। তারও কোনো খবর নেই। নায়িকা জানালেন, মনটা খারাপ হতে গিয়েও হয়নি। কারণ তাঁর আরেকটি কাজ ওটিটিতে প্রকাশ পেয়েছে।  

এদিকে ঈদের পরপরই কুমিল্লায় শ্বশুরবাড়িতে গিয়েছেন মিম। সেখানে সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করছেন। মিম বলেন, ‘কুমিল্লা আমার শ্বশুরবাড়ি। ঈদের কয়েক দিন পরই আমি আর সনি এখানে আসি। সবার সঙ্গে আনন্দ করছি। শাশুড়িকে নিয়ে ঘুরছি। এক কথায় দারুণ সময় কাটছে।’

ঈদুল আজহায় মিম অভিনীত কোনো সিনেমা মুক্তি না পেলেও ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’-এর জন্য অফলাইন-অনলাইন দুই মাধ্যমেই আলোচনা ও প্রশংসা পাচ্ছেন তিনি। 

দেশের জঙ্গি দমন নিয়ে কাউন্টার টেররিজম ইউনিটের একটি অভিযানের ওপর নির্ভর করে নির্মিত সিরিজটি। গ্রামের সাধারণ মেয়ে নীরার সদ্য বিবাহিত নিখোঁজ স্বামীকে খোঁজার মিশন দিয়ে শুরু হয় এ সিরিজ।

Link copied!