মুখে নয়, জবাব দেবেন সিনেমার পর্দায়। জেল থেকে ফিরে প্রথম সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন চিত্রনায়িকা পরীমনি। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘প্রীতিলতা’র বিষয়ে সংবাদ সম্মেলনে পরীমনি একথা জানান।
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করছেন রাশিদ পলাশ। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমণি।
জেল থেকে মুক্তির পর আয়োজিত এই সংবাদ সম্মেলনের মূল চমক ছিলেন পরীমণি। শেষ পর্যন্ত তিনি সংবাদ সম্মেলনে আসবেন কিনা তা নিয়ে সন্দেহ ছিলো। তবে সবাইকে চমকে দিয়ে যথাসময়েই হাজির হন পরী। কথা বলেন, প্রাণখুলে। তবে ‘প্রীতিলতা’ প্রসঙ্গের বাইরে একটা কথাও বলেননি এই অভিনেত্রী।
প্রীতিলতা চরিত্রটিকে আরও পোক্ত করে তুলতে জেলজীবন থেকে কি বাড়তি কোনও অভিজ্ঞতা নিয়ে ফিরলেন? এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, ‘আগেই বলেছি প্রীতিলতাকে ধারণ করছি দুই মাস ধরে নয়, দুই বছর ধরে। কতটা ধারণ করতে পেরেছি, সেটার জবাব দেবো সিনেমার পর্দায়। এখানে নয়’।
ইতোমধ্যে ছবিটির ৩৫ ভাগ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের কাজ শুরু হবে অক্টোবরে।
এই চলচ্চিত্রে শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার ছাড়াও অলিভিয়া নামের একজন চিত্রনায়িকার চরিত্রেও অভিনয় করছেন পরীমনি।