ফেডেরিকো কিয়েজার একমাত্র গোলে জুভেন্টাস ১-০ ব্যবধানে হারিয়েছে চ্যাম্পিয়নস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসিকে। ম্যাচের ৪৬ মিনিটে তিনি গোলটি করেছিলেন।
ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ সময়ের গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অবশ্য এর আগে চ্যাম্পিয়নস লিগে একটি রেকর্ড করেছেন মাঠে নেমে। ইকার ক্যাসিয়াসের সর্বোচ্চ চ্যাম্পিয়নস লিগ খেলার রেকর্ড ছিল। সেটা ১৭৮তম ম্যাচ খেলে ভাঙলেন। আর এমন রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে জয় পেয়েছে ভিয়ারিয়ালের সঙ্গে। অন্যদিকে বার্সেলোনা ৩-০ গোলে হেরেছে বেনফিকার কাছে। আর আগের ম্যাচে আটালান্টা ১-০ গোলে ইয়ং বয়েজকে হারিয়েছিল।
ভিয়ারিয়ালের আল কাসের ৫৩ মিনিটের গোলে দলকে এগিয়ে দেন। ৬০ মিনিটে ইউনাইটেডর তেল্লেস সেটা শোধ তরে দেন। রোনালদো শেষ সময়ে গোল করে ম্যাচ জেতান (৯০+৫)। প্রথম ম্যাচে ইউনাইটেড ইয়ং বয়েজের কাছে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে কষ্ট করে জিততে হয়েছে।
বায়ার্ন মিউনিখ বিশাল জয় পেয়েছে। তারা ৫-০ গোলে ডায়নামো কিয়েভকে হারিয়েছে। রবার্ট লেভানডভস্কি জোড়া গোল করেছেন। অপর তিন গোল গ্যানাব্রি, লরি সানে ও চুপো মোটিংয়ের।