খালেদের ভয়ঙ্কর বোলিংয়ের পর বাংলাদেশের আফসোস

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৯, ২০২২, ০৩:২৩ এএম

খালেদের ভয়ঙ্কর বোলিংয়ের পর বাংলাদেশের আফসোস

বাংলাদেশের আফসোস হতেই পারে। আর কিছু রান লিড হলে ওয়েস্ট ইন্ডিজকে তোপের মধ্যে রাখা যেতো। এমনকি জয়ের স্বপ্নও। প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। ৮৪ রানের টার্গেট। ওয়েস্ট ইন্ডিজ ৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে। আর তিনটি উইকেটই ডান হাতি পেসার খালেদ আহমেদের।

খালেদের শুরুর স্পেলে ওয়েস্ট ইন্ডিজের চোখে মুখে ভয় দেখা গেছে। তৃতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজ সেই ৩ উইকেটে ৪৯ রান তুলেছে। জয়ের জন্য আর ৩৫ রান দরকার। ক্যাম্ববেল ২৮ ও জারমেইন ব্লাকউড ১৭ রানে অপরাজিত রয়েছেন। 

প্রথমে ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে (১) আউট করেন তিনি। এরপর রেইফার (২) ও বোনারকে (০) সাজঘরে ফেরত পাঠান তিনি। বাংলাদেশ আরো কিছু রান যোগ করতে পারলে হয়তো চাপে ফেলা যেত ওয়েস্ট ইন্ডিজকে। লিড ১৫০ প্লাস রান হলেও স্বপ্ন টা দেখা যেতো। তবে যা হয়েছে তাও বা কম কিসে! যেখানে বাংলাদেশ ইনিংসে হারের শঙ্কায় ছিল। 

সাকিব ও নুরুল হাসান সোহান সপ্তম উইকেটে ১২৩ রানের জুটি উপহার দেন। বাংলাদেশ ২৪৫ রানে অলআউট হয়। নতুন বল পেয়েই জ্বলে ওঠেন কেমার রোচ। ওয়েস্ট ইন্ডিজের এই ডান হাতি ব্যাটসম্যান নেন ৫৩ রানে ৫ উইকেট।

সাকিব আল হাসান ৬৩ ও নুরুল হাসান ৬৪ রানে কেমার রোচের শিকার। এ দুজনের জুটিতে বাংলাদেশ ইনিংসের হারের লজ্জা এড়ায়।  

বাংলাদেশ এই টেস্টের প্রথম ইনিংসে ১০৩ রান করেছিল। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে সংগ্রহ ২৬৫ রান। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ২৪ জুন সেন্ট লুসিয়ায় শুরু হবে।  

 

Link copied!