আরচারি বিশ্বকাপে খেলতে জার্মানি গেলেন লাল সবুজের আরচাররা। রোববার ভোরে রওয়ানা হয় ছয় সদস্যের বাংলাদেশ দল।
আরচ্যারির বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতে আজ (রোববার) ভোরে জার্মানির বার্লিনের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ দল। বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ৬ জন আরচ্যার অংশগ্রহণ করবেন। তবে ভিসা ও টিকিট প্রস্তুত থাকলেও বিশ্ব আরচারি ফেডারেশনের নিষেধাজ্ঞা না ওঠায় জার্মানি যেতে পারেননি দেশসেরা আরচার রোমান সানা।
বাংলাদেশ এবার বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে দলগত মহিলা রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে অংশ নিচ্ছে না। কম্পাউন্ড পুরুষ ইভেন্টেও নেই দলগত ইভেন্ট। জার্মানগামী আরচাররা হলেন- হাকিম আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা, সাগর, দিয়া সিদ্দিকী, আশিকুজ্জামান ও বন্যা আক্তার। দলের সঙ্গে কোচ হিসাবে গেছেন মার্টিন ফ্রেডরিক।