ছবি: সংগৃহীত
টি২০ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেদের অবস্থান স্পষ্ট করে আইসিসিকে দ্বিতীয় দফা চিঠি পাঠিয়েছে বোর্ড। তবে সেই চিঠির উত্তর এখনও হাতে পায়নি বিসিবি। শনিবার সিলেটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একই সঙ্গে তিনি প্রত্যাশা প্রকাশ করেন, শিগগিরই আইসিসির জবাব পাওয়া যাবে এবং আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ভালোই করবে।
সংবাদ সম্মেলনের আগেই ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বাংলাদেশকে ঘিরে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, উদ্ভূত পরিস্থিতির গ্রহণযোগ্য সমাধান খুঁজতে রোববার আইসিসি চেয়ারম্যান জয় শাহ আয়োজক বোর্ড বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে বসতে পারেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই সমস্যার সমাধান করা জয় শাহর জন্য সহজ হবে না।
এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়, আইসিসিকে দেওয়া প্রথম চিঠিতে বাংলাদেশ সরাসরি জানায়—তারা ভারতে খেলবে না। দ্বিতীয় চিঠিতে বিসিবি জানায়, বিষয়টি এখন আর কেবল নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নেই; এটি দেশের মর্যাদার প্রশ্নে রূপ নিয়েছে। ফলে সমাধান আরও জটিল হয়ে উঠেছে। তবে প্রতিবেদনে এটাও বলা হয়েছে, বিশ্বকাপের সমীকরণ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সুযোগ নেই। সে কারণে জয় শাহকে ভারতীয় ক্রিকেটের কর্তা হিসেবে নয়, বরং আইসিসির নিরপেক্ষ প্রশাসকের ভূমিকায় থেকেই সমাধান খুঁজতে হবে।
সংবাদ সম্মেলনে আইসিসির জবাব প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, ‘আমরা এখনও কোনো সাড়া পাইনি। আমরা ওটা (মেইল) পাঠিয়েছি, যতগুলো লিংক দরকার বা অ্যাটাচমেন্ট বা ইনফরমেশন দেওয়ার, আমরা সব দিয়ে দিয়েছি। আমরা অপেক্ষা করছি আইসিসি আমাদের কী জানায়।’
দ্রুত উত্তর পাওয়ার আশাও প্রকাশ করেন বিসিবি সভাপতি, ‘সহজ অঙ্ক হিসাব করলে, আজ ও কাল (শনি ও রোববার) দুবাই বন্ধ। তাই সোম-মঙ্গলের দিকে হয়তো... তারা অনেক পেশাদার প্রতিষ্ঠান। তাই লাইনের বাইরে সাধারণত কথাবার্তা কেউ বলে না।’
আমিনুল আরও জানান, আইসিসি ইতোমধ্যে বিসিবির নিরাপত্তা বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে। গুঞ্জন রয়েছে, কলকাতা ও মুম্বাইয়ে নির্ধারিত বাংলাদেশের ম্যাচগুলো ভারতের অন্য কোনো ভেন্যুতে সরিয়ে নেওয়া হতে পারে। তবে এই সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘ভারতের অন্য ভেন্যু তো ভারতই। ভেন্যু বলে তো কোনো কথা নেই। তবে আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং আমরা যে অবস্থানে ছিলাম, সেখানেই আছি।’
চলমান অনিশ্চয়তার মধ্যেও বিসিবি সভাপতি দৃঢ় বিশ্বাস করেন, বাংলাদেশ টি২০ বিশ্বকাপ খেলবে। তাঁর মতে, আইসিসি পরিস্থিতি অনুধাবন করে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাবে। এদিকে বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতিও অব্যাহত রেখেছে বাংলাদেশ। এ প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, ‘সব থেকে বড় প্রস্তুতি যেটা, সেটা হচ্ছে দল নির্বাচন। সে কাজটা হয়ে গেছে।’
বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের কথাও তুলে ধরেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের একটা বড় দল। ১০ বছর ধরে ভালো ক্রিকেট খেলছে। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে খেলেছি, ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছি, ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপে আমরা দারুণ খেলেছি। এই বিশ্বকাপেও বাংলাদেশ ভালো খেলবে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ অবশ্যই বড় দল।’