বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়ে বিএনপির সমর্থন প্রত্যাশা মান্নার

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ০৫:৩৪ পিএম

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়ে বিএনপির সমর্থন প্রত্যাশা মান্নার

ছবি: সংগৃহীত

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পাওয়ার পর বিএনপির সমর্থন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।

বিএনপির সমর্থন প্রসঙ্গে মান্না বলেন, এখনো দলটির মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। তবে তিনি আশা প্রকাশ করেন, আমাকে যেহেতু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে মনোনয়ন প্রত্যাহার করাই স্বাভাবিক নিয়ম হবে।

এর আগে আপিলের মাধ্যমে বগুড়া-২ আসনে নির্বাচন কমিশন থেকে নিজের প্রার্থিতা ফিরে পান মাহমুদুর রহমান মান্না। এ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর শাহে আলমকে।

উল্লেখ্য, মনোনয়নপত্র বাছাইয়ের সময় ঢাকা-১৮ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও বগুড়া-২ আসনের রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। পরে আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ায় এখন তিনি ঢাকা-১৮ ও বগুড়া-২—এই দুই আসন থেকেই নির্বাচনে অংশ নিতে পারবেন।

Link copied!