এসএসসি ও দাখিল (ভোকেশনাল) : পিএফ এবং আইএ নম্বর এন্ট্রির শেষ সময় ১৫ জানুয়ারি

বাসস

জানুয়ারি ১১, ২০২৬, ০৭:১৩ পিএম

এসএসসি ও দাখিল (ভোকেশনাল) : পিএফ এবং আইএ নম্বর এন্ট্রির শেষ সময় ১৫ জানুয়ারি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ভবন। ছবি : বাসস

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষার চূড়ান্ত ব্যবহারিক (পিএফ) এবং বাস্তব প্রশিক্ষণ (আইএ) নম্বর অনলাইনে প্রেরণের সময়সীমা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব কেন্দ্র নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত ব্যবহারিক (পিএফ) নম্বর এন্ট্রি করতে পারেনি, তাদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে আবশ্যিকভাবে অনলাইনে নম্বর প্রেরণের অনুরোধ করা হয়েছে।

এতে আরও বলা হয়, প্রবিধান-২০২৫ অনুযায়ী, বাস্তব প্রশিক্ষণের সময় ৪ সপ্তাহ নির্ধারিত থাকায় গত ৪ জানুয়ারি এই প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। এর প্রেক্ষিতে, বাস্তব প্রশিক্ষণের (আইএ) নম্বর অনলাইনে এন্ট্রি করার পূর্বঘোষিত তারিখ ২২ জানুয়ারি থেকে কমিয়ে এখন ১৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, উল্লেখিত তারিখের পর নম্বর এন্ট্রি করার আর কোনো সুযোগ থাকবে না। 

Link copied!