বগুড়া-১

হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির কাজী রফিকুল

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ০৫:০৯ পিএম

হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির কাজী রফিকুল

ছবি: সংগৃহীত

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। আজ রোববার হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজ করে দেন। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাজী রফিকুল ইসলামের প্রার্থী হওয়ার পথ সুগম হলো।

জানা যায়, দুটি বেসরকারি ব্যাংকের ঋণসংক্রান্ত বিষয়ে আগে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ (স্টে অর্ডার) পেয়েছিলেন কাজী রফিকুল ইসলাম। তবে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক্সিম ব্যাংক ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে আদালত কাজী রফিকুলের পক্ষে দেওয়া আগের আদেশ স্থগিত করেন।

রোববার সকালে পুনরায় শুনানির পর হাইকোর্ট সেই স্থগিতাদেশ খারিজ করে। এর মধ্য দিয়ে বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তার নির্বাচনে অংশগ্রহণের পথে আর কোনও আইনগত বাধা থাকল না।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পান সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। এরপর ২৮ ডিসেম্বর তিনি সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌসের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

Link copied!