সহজভাবে বললে দুটি বড় রেকর্ড করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দলের হয়ে রেকর্ড সর্বোচ্চ ১০৯ গোল ছিল ইরানের আলি দায়ির। রোনালদোও ১০৯ গোল করে তার পাশে বসেছেন। আর ১টি গোল করলে সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার হবেন রন। ক্লাব ও জাতীয় দলের হয়েও রোনালদো ইতিহাসে সর্বোচ্চ স্কোরার।
ইউরো চ্যাম্পিয়নশিপে ফ্রান্সের বিপক্ষে দুটি গোল করেছেন রোনালদো। এই আসরে ৩ ম্যাচে রোনালদোর ৫ গোল। টুর্নামেন্টে গোলদাতাদের তালিকায় তিনি শীর্ষে। এছাড়া জার্মানির মিরোশ্লাভ ক্লোসার একটি রেকর্ড ভেঙেছেন। ইউরোপের খেলোয়াড় হিসেবে ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে রোনালদোর এখন ২১ গোল। ক্লোসার সেখানে ১৯। ক্লোসাকে ছাড়িয়ে বড় আসরে এখন রোনালদো ইউরোপিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি স্কোরার।
আলি দায়ি ১৯৯৩ থেকে ২০০৬ সালের মধ্যে ইরানের হয়ে ১০৯টি গোল করেছিলেন। রোনালদো আর ১টি গোল করলেই শীর্ষে অবস্থান করবেন।