পাকিস্তানের সামনে আত্মবিশ্বাসী সাকিব

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৩, ০২:০৬ এএম

পাকিস্তানের সামনে আত্মবিশ্বাসী সাকিব

কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে মঙ্গলবার। এই ম্যাচের আগে সোমবার কথা বলেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনি নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন। 

বাংলাদেশের সেমিফাইনালের আশা শেষ। এখন ১০ দলের মধ্যে সেরা আটে থাকতে হবে। সাকিবরা সর্বশেষ নেদারল্যান্ডসের সঙ্গে হেরেছে। 

সাকিব সংবাদ সম্মেলনে বেশ প্রাণবন্ত ছিলেন। তিনি বলেন,‘ গোটা দলই আমাদের কী করা দরকার, তা নিয়ে কথা বলছে। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার জন্য আমাদের জিততে হবে। এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ লক্ষ্য আমরা নির্ধারণ করেছি। এর জন্য জেতা ছাড়া কোনো বিকল্প নেই। সেটাই করতে চাই।’

চ্যাম্পিয়নস ট্রফি নিয়েও প্রশ্ন উঠেছে। সে জবাবে তিনি বলেন,‘ চ্যাম্পিয়নস ট্রফি একটা লক্ষ্য। তবে কত ওপরের দিকে শেষ করা যায়, সেটাও আমাদের লক্ষ্য। যেভাবে চেয়েছিলাম, সেভাবে পারিনি। এখান থেকেও যদি ভালোভাবে খেলতে পারি এবং ভালো কিছু ফল যদি আমাদের পক্ষে আসে, তাহলেও হয়তো আমরা স্বস্তি নিয়ে ফিরতে পারব। তখন আমরা ভাবতে পারব যে কী কী করলে আরও ভালো করতে পারতাম। সে জায়গা থেকে সামনের তিন ম্যাচে মনোযোগ রাখার চেষ্টা করছি।’ 

Link copied!