বাংলাদেশে লেগ স্পিনার সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। অলক কাপালির পর লিখন, বিপ্লবরা চেষ্টা করে হার মেনেছেন। তবে নিউজিল্যান্ডের কন্ডিশনে লেগ স্পিনে স্বপ্ন দেখাচ্ছেন রিশাদ হোসেন। ৩ ওভারে শুক্রবার ১০ রান দিয়ে উইকেট না পেলেও নজড় কেড়েছেন।
তৃতীয় ম্যাচ ৩১ ডিসেম্বর এই মাউন্ট মঙ্গানুইয়ে। তাকে নিয়ে আশা করাই যায়। তিনিও আশা করেন। টিম ম্যানেজম্যান্ট তার ওপর আস্থা রাখছে এতে খুশি তিনি। রিশাদ ম্যাচ শেষে বলেন,‘ আমার ওপর ভরসা রাখতেছে মানে আমার ভালো কিছু দেয়ার সুযোগ বাড়তেছে। চেষ্টা করবো, আমার প্রতি ভরসা রাখলেই ভালো কিছু দিতে পারব ইনশাআল্লাহ।’
রিশাদ এই সুযোগ কাজে লাগাতে চান। তিনি বলেছেন,‘ অবশ্যই, এটার আমার একটা বড় সুযোগ। তো আমি চেষ্টা করবো দেশকে ভালো কিছু দেয়ার জন্য। মানসিকভাবে তারা (কোচ এবং অধিনায়ক) সাপোর্ট করতেছে যে বিশ্বাস রাখো তুমি পারবা।’