শ্রীলংকার ৩০২ রানে হার

সাত জয় নিয়ে সেমিফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২, ২০২৩, ০৩:১৫ পিএম

সাত জয় নিয়ে সেমিফাইনালে ভারত

ভারতের পেসার মোহাম্মদ সামি ১৮ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ছবি : সংগৃহীত

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলংকাকে ৩০২ রানে হারিয়ে প্রথম দল হিসাবে সেমিফাইনালে উঠেছে ভারত। 

শ্রীলংকা মাত্র ৫৫ রানে অলআউট হয়ে গেছে। লজ্জাজনক হার। বিশ্বকাপে সর্বনিম্ন ৩৬ রানে অলআউট হওয়ার রেকর্ড আছে। সেটা লঙ্কানরা এড়িয়েছে। 

ভারত টানা ৭ ম্যাচ জিতে সেমিফাইনালে চলে গেল। এখনও তাদের হাতে দুটি ম্যাচ বাকি রয়েছে। রোহিত শর্মার দল উড়ছে।

ভারতের ডান-হাতি পেসার মোহাম্মদ সামি ১৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। 

প্রথমে ব্যাট করে ভারত ৮ উইকেটে ৩৫৭ রান তোলে। জবাবে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে শ্রীলংকার সংগ্রহ ৫৫ রান!

রান বিবেচনায় বিশ্বকাপ ইতিহাসে এটি দ্বিতীয় বড় জয়। এই জয়ে লিগ পর্বে ২ ম্যাচ বাকী থাকতে ৭ খেলায় অংশ নিয়ে সবগুলোতে জিতে ১৪ পয়ন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে সেমির টিকিট নিশ্চিত করেছে ভারত। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে শ্রীলংকা। সেমির আশা অনেকটাই ফিকে হয়ে গেছে লংকানদের।
তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরির উপর ভর করে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রান করে স্বাগতিক ভারত। শুভমান গিল ৯২, বিরাট কোহলি ৮৮ ও শ্রেয়াস আইয়ার ৮২ রান করেন। শ্রীলংকার বাঁ-হাতি পেসার দিলশান মাদুশঙ্কা ১০ ওভারে ৮০ রানে ৫ উইকেট নেন। জবাবে মোহাম্মদ সামির আগুন বোলিংয়ে ১৯ দশমিক ৪ ওভারে ৫৫ রানে অলআউট হয় শ্রীলংকা। বিশ^কাপে এটিই সর্বনিম্ন রান শ্রীলংকার। 

বিস্তারিত আসছে.................

Link copied!