টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

সাকিব বীরত্ব এরপর মোস্তাফিজ ও রিশাদে বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক

জুন ১৪, ২০২৪, ১২:২৩ এএম

সাকিব বীরত্ব এরপর মোস্তাফিজ ও রিশাদে বাংলাদেশের জয়

সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারাল বাংলাদেশ। টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের আশা উজ্জ্বল হয়েছে। শ্রীলংকার বিপক্ষে ২ উইকেটে জয়ের পর বাংলাদেশ ৪ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। তবে এবার একটু বড় ব্যবধানে জয়। 

বাংলাদেশ আগে ব্যাট করে ১৫৯ রান সংগ্রহ করে। জবাবে নেদারল্যান্ডস ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানে থেমেছে। ৪৬ বলে হার না মানা ৬৪ রান করে সাকিব আল হাসান ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন।

৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন রিশাদ। তাসকিনের রয়েছে ২ উইকেট। মোস্তাফিজ ৪ ওভারে ১২ রান দিয়ে নেন ১ উইকেট। 

টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘ডি’ তে রয়েছে বাংলাদেশ। ৩ ম্যাচের প্রতিটি জিতে দক্ষিণ আফ্রিকা চলে গেছে সুপার এইটে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ দ্বিতীয়স্থানে। এছাড়া নেদারল্যান্ডসের পয়েন্ট ২ রয়েছে। তবে নেপাল ও শ্রীলংকার ১ পয়েন্ট করে রয়েছে। ৩ ম্যাচে ১ পয়েন্ট হওয়ায় শ্রীলংকার আশা শেষ। বাংলাদেশের গ্রুপ পর্বে শেষ খেলা নেপালের সঙ্গে ১৭ জুন ভোরে। 

নেদারল্যান্ডসের আর একটি ম্যাচ রয়েছে শ্রীলংকার সঙ্গে। নেপাল খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে। সুপার এইটের পথ এখন সহজ টাইগারদের। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ এই প্রথম সুপার এইটে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরী করেছে।

Link copied!