সাকিব-শান্তরা হারালেন শ্রীলংকাকে

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ৬, ২০২৩, ১০:৪১ পিএম

সাকিব-শান্তরা হারালেন শ্রীলংকাকে

তৃতীয় উইকেট জুটিতে ১৬৯ রান তুলে আনেন শান্ত ও সাকিব ছবি : টুইটার

সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তর দারুণ ব্যাটিংয়ে জয় পেল বাংলাদেশ। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ৩ উইকেটে তারা শ্রীলংকাকে হারায়। এই হারে বাংলাদেশ ও ইংল্যান্ডের পর আসর থেকে ছিটকে গেল শ্রীলংকাও। 

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের এ আসরে টানা ৬ ম্যাচ হেরেছে বাংলাদেশ। অবশেষে জয়ের দেখা পেল তারা। বর্তমানে টেবিলে বাংলাদেশের অবস্থান ৭ নম্বরে। ৮ ম্যাচে বাংলাদেশের জয় ২টি। প্রথম টি আফগানিস্তানের সঙ্গে ছিল। শেষ ম্যাচ বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিপক্ষে। 

বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম শ্রীলংকার বিপক্ষে জয় পেল বাংলাদেশ। ২০১৯ সালের ম্যাচটি ছিল ব্রিস্টলে। বৃষ্টির জন্য সে ম্যাচ পরিত্যক্ত হয়। 

সাকিব ৫৭ রানে ২ উইকেট নেন। আবার ব্যাট হাতে ৬৫ বলে ৮২ রান করায় ম্যাচসেরা হন তিনি। শান্ত ১০১ বলে ৯০ রান করে আউট হন। 

ম্যাথুস সাকিবকে আউট করে ঘড়ি দেখান। আর বোঝান তার জন্য টাইমড আউট হয়েছেন তিনি। বাংলাদেশের টার্গেট ছিল ২৮০ রানের। 

টাইগাররা ৪১.১ ওভারে ৭ উইকেটে জয় নিশ্চিত করে (২৮২/৭)। চ্যাম্পিয়নস ট্রফিতে সেরা ৮ দল খেলবে  ২০২৫ সালে। এ বিশ্বকাপে এখন সেরা আটে থাকার লড়াই। বাংলাদেশ আশা জিইয়ে রাখলো। 

বিস্তারিত আসছে.............

 

Link copied!