বিশ্বকাপের মাঝেই সাকিব হঠাৎ দেশে!

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৩, ১১:৪১ পিএম

বিশ্বকাপের মাঝেই সাকিব হঠাৎ দেশে!

সংগৃহীত ছবি

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ যাত্রা শুরু করলেও পরের চারটি ম্যাচে পরাজয় বরণ করে নিতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রানের মতো বড় ব্যবধানের হার হয় বাংলাদেশের। কিন্তু ঠিক তার পরদিন সকালেই দেশে ফিরেছেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে হঠাৎ করে সাকিব কেন দেশে তা জানা যায়নি।

অবশ্য টুর্নামেন্টের মাঝে দলকে রেখে দেশে ফেরা সাকিবের এই প্রথম নয়। কিছুদিন আগেই এশিয়া কাপ চলার সময়ও খেলার মাঝের ছুটিতে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে এসেছিলেন তিনি। 

বুধবার সকালে ঢাকায় নেমে দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গিয়েছেন। এমনকি ইনডোরে অনুশীলনও করেন তিনি। সে সময় তাঁকে অনুশীলন করাতে সাথে ছিলেন বিকেএসপিতে তাঁর প্রশিক্ষক নাজমুল আবেদীন ফাহিম। পাঁচটা পর্যন্ত অনুশীলন করেন বাঁহাতি অভিজ্ঞ এই অলরাউন্ডার। প্রায় আড়াই ঘণ্টা কেবল ব্যাটিং অনুশীলনই করেন সাকিব।

২৮ অক্টোবর ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ রয়েছে টাইগারদের। এর আগের দিন অধিনায়ক দলের সাথে যোগ দিবেন বলে জানা গেছে।

গতকাল মুম্বাইয়ে বড় ব্যবধানে হারের পর আজ বাংলাদেশ টিমের কলকাতায় যাওয়ার শিডিউল ছিল। সে সময় দলের সাথে দেখা যায়নি সাকিবকে। যখন দল কলকাতার পথে তখন অধিনায়ক কেন ঢাকার পথে সেটিই এখন সবারই জিজ্ঞাসা।

এবারের বিশ্বকাপ অধিনায়ক এবং খেলোয়াড় হিসেবে খুব একটা স্বস্তিতে রাখেনি বিশ্বসেরা সাকিব আল হাসানকে। মাঠে নামার আগের বিতর্ক ও পরের জ্বলে উঠতে না পারাটা আর হঠাৎ ইনজুরিতে খেলতে না পারা সবমিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না তার। চারটি ম্যাচের দুটিতে ১ রান করেই আউট হয়ে যান। বাকি দুটিতে ১৪ আর ৪০ রান করে তাঁর ব্যাটিং অ্যাভারেজ রেট এখন মাত্র ১৪। অন্যদিকে বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে তিনি নিয়েছেন ৬ উইকেট।

Link copied!