জয়ে শুরু করতে চায় বাংলাদেশ

সাকিবের আশা

স্পোর্টস ডেস্ক

আগস্ট ৩১, ২০২৩, ০৪:২৭ এএম

সাকিবের আশা

চোট সমস্যা রয়েছে। চাপ অনেক। লিটনের জ্বর। এবাদত নেই। তামিম ইকবাল আগেই সরে গেছেন পিঠের সমস্যায়। সব মিলিয়ে ওপেনিং ও পেসারদের সমস্যা সঙ্গে নিয়ে বাংলাদেশের এশিয়া কাপ শুরু হচ্ছে। অধিনায়ক সাকিব আল হাসান বেশ আশাবাদী। 

বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচটি শুরু হবে। ক্যান্ডির পাল্লেকেলেতে খেলা। এরপরের ম্যাচটি ৩ সেপ্টেম্বর পাকিস্তানে। সেখানে প্রতিপক্ষ আফগানিস্তান। 

ব্যাটিং অর্ডার নিয়ে সমস্যা রয়েছে। সাকিব এটা জানেন। কৌশলে এড়িয়ে গেছেন তিনি। তিনি বলেন,‘ এখন আসলে যদি পরিকল্পনা থাকে সেটা আপনাকে বলতে পারবো না। এই হচ্ছে কথা। অবশ্য আমাদের কিছু পরিকল্পনা আছে, আমাদের ব্যাকআপ ক্রিকেটার যারা আছে তাদেরকে দেখার একটি সুযোগ। নতুন যারা আসবে তাদের জন্য একটা সুযোগ ভালো কিছু করার।’

শ্রীলংকার চোট সমস্যা রয়েছে। সাকিব মনে করেন,‘ আমার মনে হয় দুই দলই একই অবস্থায় আছে। যারা মাঠে ভালো খেলবে তারা জিতবে। দুই দলেরই শক্তি, দুর্বলতা একইরকম। তাই দুই দলের জন্যই সমান সুযোগ আসলে।

Link copied!