নারী বিশ্বকাপ নিয়ে আশাবাদী আসিফ

বাংলাদেশে স্পোর্টস ইন্সটিটিউট আসছে

স্পোর্টস ডেস্ক

আগস্ট ১৮, ২০২৪, ০৩:১৬ পিএম

বাংলাদেশে স্পোর্টস ইন্সটিটিউট আসছে

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব রবিবার সচিবালয়ে কথা বলেন। ছবি: সংগৃহীত

প্রথমবারের মত বাংলাদেশে হতে যাচ্ছে স্পোর্টস ইন্সটিটিউট। আর এই ঘোষণা রবিবার সচিবালয়ে দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অক্টোবরে নারী বিশ্বকাপ রয়েছে। সে বিশ্বকাপ নিয়েও কথা বলেন তিনি। আসিফ বলেন,‘ আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। আইসিসির সঙ্গে আমাদের কথা চলছে। আমরা আশাবাদী। তারা মেহমান হয়ে আসবে এদেশে (ক্রিকেটাররা)। আমাদের নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সব আলোচনা করতে হবে।’

আইসিসি ভারতকে এই বিশ্বকাপের আয়োজক হতে বলেছিল। ভারত রাজি হয়নি। এখন বাংলাদেশে না হলে শ্রীলঙ্কা ও আরব আমিরাতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে শ্রীলঙ্কায় অক্টোবরে প্রবল বৃষ্টি হয়। 

ক্রিকেট বোর্ডে নাজমুল হাসান পাপনকে নিয়ে কথা হয়েছে আসিফ। তিনি বলেন, ‘ আমি পদত্যাগের কোনো কিছু হাতে পাই নাই।’ তিনি জানান সংবাদ মাধ্যমে শুনেছেন পদত্যাগ করতে চান পাপন।

এদিকে  তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ ফলাফল অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউট জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা স্পোর্টস প্রতিষ্ঠানের সাথে কার্যকর কোলাবোরেশনের মাধ্যমে বিশেষায়িত স্পোর্টস সেবা ও অবকাঠামোগত সুবিধা প্রদান করবে। স্পোর্টস এবং সাইন্সের মেলবন্ধন ঘটিয়ে ক্রীড়াক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ইউকে, ইউএসএ, চীন, ফ্রান্সসহ উন্নত অনেক রাষ্ট্র। বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউটের মাধ্যমে সে লক্ষ্যে পৌঁছাতে চায় বাংলাদেশও।’

Link copied!